প্রতিবেদন : গদ্দারের চিকিৎসা হবে সেবাশ্রয়ে? জনসাধারণের তরফে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ তৃণমূল আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্যের। সোমবার সিইও দফতরের বাইরে বিরোধী দলনেতার হাস্যকর আচরণ দেখে তাঁকে কার্যত কুকুরের সঙ্গে তুলনা করেছেন দেবাংশু। একইসঙ্গে সেবাশ্রয় ক্যাম্পে গদ্দার অধিকারীর মানসিক স্বাস্থ্যের চিকিৎসা প্রয়োজন বলে দাবি তাঁর।
সোমবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের বাইরে বিএলওদের বিক্ষোভ চলাকালীন সেখানে যান গদ্দার অধিকারী-সহ বিজেপি বিধায়করা। সিইও-র সঙ্গে সাক্ষাতের পর গদ্দাররা বেরতেই বিক্ষোভকারীরা ঘিরে ধরেন বিরোধী দলনেতাকে। বিক্ষোভকারীদের দাবি, তাঁদের সহযোগিতার বদলে উল্টে আরও চাপ প্রয়োগ করতেই বিরোধী দলনেতা সিইও-র সঙ্গে দেখা করেছেন। সেইসময় গদ্দার পাল্টা যে আচরণটি করেন তা পাগলের হাস্যকর কীর্তি বললে ভুল হবে না। আচমকা গাড়ির পাদানিতে দাঁড়িয়ে ‘চোর চোর’ বলতে থাকেন গদ্দার!
আরও পড়ুন-ভোটাধিকার রক্ষা কোচবিহারে, তৃণমূলের মহা-প্রতিবাদ মিছিল
বিরোধী দলনেতার এই আচরণের ভিডিও পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের সুরে দেবাংশু লিখেছেন, সর্বসাধারণের তরফে একটি অনুরোধ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এই ব্যক্তিটি আপনার সংসদীয় ক্ষেত্রের বাসিন্দা নন। কিন্তু ওঁর মানসিক স্বাস্থ্যের চিকিৎসা প্রয়োজন। কারণ এক প্রবল মনস্তাত্ত্বিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন উনি। এই সমাজের স্বার্থে তাঁর চিকিৎসার প্রয়োজন কারণ তিনি রাজ্যের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান এবং প্রকাশ্যে যেকোনও মানুষকে কামড়ে দিতে পারেন। আর সেটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হবে কারণ সবাই রেবিসের প্রতিষেধক নিয়ে রাখেন না। আপনার সেবাশ্রয় শিবিরে কি ওঁর চিকিৎসার কোনও সুযোগ হবে? প্রশ্ন দেবাংশুর।

