প্রতিবেদন : ডায়মন্ড হারবারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে ৭ লক্ষ ভোটে হেরে বদহজম হয়ে গিয়েছে বিজেপির! তাই একবছর পরও সেই হারের স্মৃতিতে অবসাদগ্রস্ত হয়ে পড়েছেন বিজেপির নেতা-মন্ত্রীরা। সেই অবসাদ থেকেই এবার ডায়মন্ড হারবারে ভুয়ো ভোটার বৃদ্ধির ভিত্তিহীন অভিযোগ তুললেন বিজেপির মন্ত্রী অনুরাগ ঠাকুর।
আরও পড়ুন-২০৩০ এই বারাসতে মেট্রো শুরু
কিন্তু তৃণমূলের পাল্টা যুক্তিতে বিজেপির সোশ্যাল মিডিয়া ইনচার্জ এখন স্পিকটি নট। তথ্য তুলে একের পর এক প্রশ্ন ছুঁড়ে দিয়ে বিজেপির মন্ত্রী অনুরাগ কিংবা জ্ঞানপাপী ট্যুইট মালব্যের মুখে ঝামা ঘষে দিলেন তৃণমূলের সোশ্যাল মিডিয়া ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য। অনুরাগ ঠাকুরের কাছে দেবাংশুর প্রশ্ন, প্রধানমন্ত্রীর কেন্দ্র বারাণসীতে ২০২৪-এ ভোট বেড়েছে ১২ শতাংশ! অনুরাগ সে-নিয়ে কেন প্রশ্ন করছেন না? ভুয়ো ভোটারের প্রশ্নটা নির্বাচন কমিশনের বদলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে করা হচ্ছে কেন? ২০২৪ সালে লোকসভা ভোটের সময় তো একজনও ভোটার তালিকা নিয়ে অভিযোগ জানাননি। তাহলে আজকে কেন? বিজেপির এই মিথ্যাচারের পাল্টা দেবাংশুর সাফ কথা, আসলে ৭ লক্ষ ভোটে পরাজয়ের থাপ্পড়টা বিজেপির কাছে দগদগে ঘায়ের মতো হয়ে রয়েছে। সে কি এত দ্রুত শুকোয়?