রাম-বাম কেউই ক্ষমতায় আসবে না, ভগবানপুরে তোপ দেবাংশুর

এখানকার ছাপ্পা বিধায়ক তারপর থেকে গ্রামপঞ্চায়েত এলাকায় গুন্ডাদের নিয়ে সন্ত্রাস করছেন। পঞ্চায়েত নির্বাচনে মানুষ তার যোগ্য জবাব দেবেন

Must read

সংবাদদাতা, ভগবানপুর : একুশের বিধানসভা নির্বাচনে ভগবানপুরে ছাপ্পা ভোট করে বিজেপি সিটটা বার করেছে। এখানকার ছাপ্পা বিধায়ক তারপর থেকে গ্রামপঞ্চায়েত এলাকায় গুন্ডাদের নিয়ে সন্ত্রাস করছেন। পঞ্চায়েত নির্বাচনে মানুষ তার যোগ্য জবাব দেবেন।

আরও পড়ুন-শিল্প প্রসারে সালানপুরে রিফ্র্যাক্টরি ক্লাস্টার

পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ২ ব্লকের বরোজ ও অর্জুননগরে তৃণমূলের উদ্যোগে আয়োজিত হরিণাবাড়িতে জনসভায় এমনই মন্তব্য করলেন রাজ্য তৃণমূল মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য। বলেন, মুখ্যমন্ত্রী বাংলায় মায়েদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন। কেন্দ্রের মোদি সরকার গ্যাস, পেট্রোল-সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়েছে। মোদির চুরি ম্যালেরিয়ার মশার মতো। দিদি বাংলায় দিয়ে দিচ্ছেন, আর মোদি নিয়ে যাচ্ছেন। যতরকমভাবে পারছেন বাংলাকে বঞ্চনা করছেন। ৩৪ বছরে সিপিএম বাংলায় একটাও প্রকল্প চালু করেনি। সিপিএম ও বিজেপি বাংলায় কোনও দিন ক্ষমতায় আসবে না। ভগবানপুরে পঞ্চায়েত নির্বাচনে আপনাদের বিজেপির ঘটি উল্টোতে হবে।

আরও পড়ুন-আলুর সহায়কমূল্য ঘোষণায় বাড়ল দাম, যোগী রাজ্যেই কালোবাজারি

এদিনের সভায় বিজেপি ছেড়ে দশটি পরিবার তৃণমূলে যোগ দেন। সভায় ছিলেন বিধায়ক উত্তম বারিক, অম্বিকেশ মান্না, মানব পড়ুয়া, প্রাক্তন বিধায়ক অর্ধেন্দুশেখর মাইতি, কাজল বর্মন, অনুরাধা ও নন্দ গোস্বামী, মিহিরকুমার ভৌমিক প্রমুখ।

Latest article