প্রতিবেদন : বিজেপি সংখ্যার জোরে ওয়াকফ আইন পাশ করিয়েছে। তা নিয়েই রাজ্যে-রাজ্যে অশান্তিতে উসকানি চলছে। এই অবস্থায় সম্প্রীতির বার্তা দিলেন তৃণমূলের আইটি সেলের চেয়ারম্যান দেবাংশু ভট্টাচার্য (Debangshu)। শনিবার ফের তিনি একটি কবিতা লিখে শান্তির বার্তা দেন। কাব্যিক ছন্দে তিনি লেখেন, রাম বা আল্লা কেউ চান না অশান্তি। মানুষে-মানুষে ঘৃণা, হিংসা ছড়াক চান না রাম-রহিম কেউ-ই। এ প্রসঙ্গে তিনি মনে করিয়ে দেন নেতার ছেলেদের সঙ্গে সাধারণ মানুষের ফারাক। নেতার ছেলেরা বড় বড় পদে রয়েছেন। কিন্তু মার খাচ্ছে তোমার-আমার ঘরের ছেলে। সাধারণ মানুষ মরছে, আর শকুনরা শুধু লাশ চাইছে। এই পরিস্থিতি আমরা কেউ চাই না। তাই বন্ধ হোক হিংসা। শান্তির বাংলায় হিংসার আগুন জ্বালাবেন না।
আরও পড়ুন- বাংলাকে অশান্ত করতে দেব না, বললেন অভিষেক