প্রতিবেদন : কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ-এর ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলের চেয়ারম্যান নিযুক্ত হলেন দেবাশিস দত্ত (Debashis Dutta)। ২০২৫-২৬ এর জন্য ওই পদে নিয়োগ করা হয়েছে মোহনবাগান ক্লাবের প্রধান তথা বিজি সমাদ্দার অ্যান্ড সন্স প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর দেবাশিস দত্তকে (Debashis Dutta)। মঙ্গলবার স্টেট কাউন্সিলের প্রথম বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। উডল্যান্ড হাসপাতালের সিইও রূপক বড়ুয়াকে স্টেট কাউন্সিলের ভাইস চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে।
আরও পড়ুন- পার্ক সার্কাসে লরির সঙ্গে রেষারেষিতে প্রাণ হারলেন বাইক আরোহী