খেলা

প্রথম কর্মসমিতির বৈঠকে সভাপতি, সহ-সভাপতির নাম ঘোষণা সৃঞ্জয়ের

প্রতিবেদন : প্রত্যাশিতভাবেই মোহনবাগান (Mohun Bagan) ক্লাবের সভাপতি মনোনীত হলেন দেবাশিস দত্ত। সোমবার ছিল নতুন কর্মসমিতির প্রথম বৈঠক। আর সেই বৈঠকেই ক্লাব সচিব সৃঞ্জয় বোস সর্বসম্মতিক্রমে নতুন সভাপতি এবং পাঁচজন সহ-সভাপতির নাম ঘোষণা করেন। এদিনের বৈঠকে পাঁচজন সহ-সভাপতিও মনোনীত হয়েছেন। এঁরা হলেন, সৌমিক বোস, কুণাল ঘোষ, মানস ভট্টাচার্য, উত্তমকুমার সাহা এবং দেবাশিস মিত্র।
এছাড়া তিনজনকে কো অপ্ট করা হয়েছে। তাঁরা হলেন, সঞ্জয় ঘোষ, দেবাশিস রায় এবং অরিজিৎ বন্দ্যোপাধ্যায়। চারজন আমন্ত্রিত সদস্যদের মধ্যে রয়েছেন সম্রাট চক্রবর্তী, দীপিকা দাস, দেবাশিস চট্টোপাধ্যায় ও তন্ময় চট্টোপাধ্যায়। সৃঞ্জয় এদিন জানিয়েছেন, আগামী দিনে আরও আমন্ত্রিত সদস্য নেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে প্রাক্তন সভাপতি স্বপনসাধন (টুটু) বোস কোনও পদে নেই। এই প্রসঙ্গে ক্লাব সচিব সৃঞ্জয়ের বক্তব্য, ‘‘তিনি কোনও পদে না থাকলেও, সব সময় ক্লাবের অঙ্গ হয়ে থাকবেন।’’

সাংবাদিক বৈঠকে সৃঞ্জয় আরও বলেছেন, ‘‘নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার রায়কে সমস্ত নিয়মাবলি সূত্রবদ্ধ করার দায়িত্ব দেওয়া হয়েছে। এক্ষেত্রে তাঁর পূর্ণ স্বাধীনতা থাকবে। আমাদের লক্ষ্য ছিল, কমিটিতে মহিলাদের অন্তর্ভূক্তি। সেই লক্ষ্যেই সোহিনী মিত্র চৌবে এবং দীপিকা দাসকে রাখা হয়েছে। কার্যকরি কমিটিতে অনেক খেলোয়াড় রয়েছেন। আগামী দিনে ক্লাবের স্বার্থে আরও কয়েকজনকে নেওয়া হতে পারে।’’ মোহনবাগান সচিব আরও জানিয়েছেন, ক্লাবের নিয়মে কিছু অস্পষ্টতা রয়েছে। সেটা বদল করতে চান। এছাড়া সদস্যদের জন্য টিকিটের সংখ্যা আরও বাড়ানোর জন্য ফুটবল কোম্পানির চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে আলোচনা করবেন। একই সঙ্গে ক্লাবে ট্রফি রাখার বিষয়েও কথা বলবেন।

এদিন কার্যকরী কমিটির বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে সভাপতির দায়িত্ব গ্রহণ করেন দেবাশিস দত্ত। সচিব ও সভাপতি পরস্পরের গলায় মালা পরিয়ে দেন। হয় মিষ্টিমুখও। রীতিমতো উৎসবের আবহ। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেবাশিস বলেন, ‘‘সবাইকে ধন্যবাদ। দায়িত্ব আরও বাড়ল। গত তিন বছর যেভাবে কাজ করেছি, আগামী তিন বছর আরও ভাল কাজ করতে চাই। এটা শুধু সৃঞ্জয় বা দেবাশিসের কমিটি নয়, গোটা মোহনবাগান পরিবারের। আমরা একজোট হয়ে ক্লাবের সাফল্যের জন্য কাজ করব।’’

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর সেফ ড্রাইভ, সেভ লাইফ প্রকল্পের জেরে কমেছে পথদুর্ঘটনা

মোহনবাগান (Mohun Bagan) সভাপতি আরও বলেছেন, ‘‘গত তিন বছরে ক্লাব ফুটবলে প্রচুর সাফল্য পেয়েছে। আশা করব, এবার আরও ভাল দলগঠন করে আরও বেশি সাফল্য আসবে। পাশাপাশি হকি, ক্রিকেট এবং অ্যাথলেটিক্সেও যেমন সাফল্য এসেছে, আরও বেশি সাফল্য আসবে। এতদিন আমরা সিঙ্গল স্ট্রাইকারে খেলতাম। এবার ডাবল স্ট্রাইকারে খেলছি (তিনি ও সৃঞ্জয়)। আমরা একে অন্যের পরিপূরক হয়ে কাজ করব।’’ অন্যতম সহ-সভাপতি কুণাল ঘোষ জানান, “সকলেই মোহনবাগান পরিবারের সদস্য। সচিব পদ একটা বিষয় ছিল। তবে মোহনবাগানের শুভানুধ্যায়ী, বাংলার ফুটবলের শুভানুধ্যায়ী এবং দুই পক্ষেরই শুভানুধ্যায়ী যাঁরা, তাঁরা চেয়েছিলেন এই গোটা বিষয়টাই যাতে টেবিলে বসে কোথায় ঠিক হোক। তাঁদের চেষ্টা সফল হয়েছে। শেষমুহূর্ত পর্যন্ত এই মনোনয়নের জন্য এই দু’পক্ষের প্রচার চললেও, সব ভাল যার শেষ ভাল।’’

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

3 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

3 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

3 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

3 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

4 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

4 hours ago