হিডকোর ফের এমডি দেবাশিস সেন

দীর্ঘদিন হিডকো-র চেয়ারম্যান থাকার পর গত বছর জুলাই মাসে দেবাশিস সেনকে সরিয়ে আবাসনমন্ত্রী ফিরহাদ হাকিমকে ওই পদের দায়িত্ব দেওয়া হয়।

Must read

প্রতিবেদন : প্রাক্তন আই এ এস অফিসার দেবাশিস সেনকে রাজ্যের আবাসন পরিকাঠামো উন্নয়ন নিগম হিডকোর ম্যানেজিং ডিরেক্টর হিসেবে পুনর্নিয়োগ করা হয়েছে। আগামী এক বছর তিনি ওই পদে থাকবেন বলে নবান্ন থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। হিডকোর ম্যানেজিং ডিরেক্টর থাকার পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে দেবাশিস সেন কে নব-দিগন্ত উপনগরী কর্তৃপক্ষের চেয়ারম্যান পদের দায়িত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন-সালকিয়ায় করোনার বিরোধী প্রচার

দীর্ঘদিন হিডকো-র চেয়ারম্যান থাকার পর গত বছর জুলাই মাসে দেবাশিস সেনকে সরিয়ে আবাসনমন্ত্রী ফিরহাদ হাকিমকে ওই পদের দায়িত্ব দেওয়া হয়। দেবাশিস সেনকে করা হয় হিডকো-র ম্যানেজিং ডিরেক্টর। সেই পদের মেয়াদ শেষ হওয়ায় পুনরায় তাঁকে এক বছরের জন্য নিয়োগ করা হল বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। মফ্রন্ট জমানায় হিডকোর চেয়ারম্যান ছিলেন তৎকালীন আবাসনমন্ত্রী গৌতম দেব। সেই সময় হিডকো ছিল আবাসন দফতরের অধীনেই। কিন্তু ২০১১ সালে রাজ্যে ক্ষমতা বদল হলে আবাসন দফতর থেকে সরিয়ে হিডকো-কে আনা হয়েছিল পুর ও নগোন্নয়ন দফতরের অধীনে। সেই সময় মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, এ বার থেকে হিডকো-র চেয়ারম্যান হবেন কোনও সরকারি উচ্চপদস্থ আধিকারিক। সেই মতো দীর্ঘ সময় চেয়ারম্যান পদে ছিলেন দেবাশিসবাবু।

Latest article