প্রতিবেদন : আগামী ৬ ডিসেম্বর বেশ বড় আকারেই সংহতি দিবস পালন করবে তৃণমূল কংগ্রেস (TMC) । বাবরি মসজিদ ধ্বংসের এই দিনটিকে সামনে রেখে প্রতি বছরই রাজ্য জুড়ে সংহতি দিবস পালন করা হয়। এবারও তার ব্যতিক্রম হবে না। তবে এবার মেয়ো রোডে বড় আকারেই সমাবেশের আয়োজন করছে দল।
আরও পড়ুন-প্রযুক্তিগত সহায়তা দেবে নেদারল্যান্ডস : মানস
তবে সংখ্যালঘু সেল নয়, এবার এই সমাবেশের দায়িত্ব দেওয়া হয়েছে তৃণমূলের ছাত্র-যুবদের। আর সবটা মনিটর করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে। মঙ্গলবার তৃণমূলের সহসভাপতি জয়প্রকাশ মজুমদার জানিয়েছেন, প্রতি বছর ৬ ডিসেম্বর সংহতি দিবস পালিত হয়। বাবরি মসজিদ ধ্বংসের দিনটিতে জাতীয় ঐক্য, সম্প্রীতি দিবস হিসেবে পালন করা হয় প্রতি বছর। এবারও সেটাই হবে। আমাদের ছাত্র, যুব সংগঠন মিলে তার আয়োজন করছে। সকলে আমরা ওই অনুষ্ঠানে অংশ নেব।

