গুয়াহাটি, ২০ নভেম্বর : ইতিহাসের সামনে দাঁড়িয়ে দক্ষিণ আফ্রিকা। ২৫ বছর পর ভারতের মাটি থেকে টেস্ট সিরিজ জিতে ফেরার সুযোগ দক্ষিণ আফ্রিকার কাছে। ইডেনে প্রথম টেস্ট জিতে আত্মবিশ্বাসের চূড়ায় থেকে গুয়াহাটিতে সিরিজ নিষ্পত্তির ম্যাচে ভারতের বিরুদ্ধে নামছে টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নরা। পাঁজরে চোটের কারণে কলকাতায় খেলতে না পারা কাগিসো রাবাডার (Kagiso Rabada) গুয়াহাটিতেও খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তবে তারকা পেসারকে খেলানোর চেষ্টায় প্রোটিয়া থিঙ্ক ট্যাঙ্ক। লুঙ্গি এনগিডিকে ইতিমধ্যেই রাবাডার ব্যাক আপ হিসেবে দলে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার অবশ্য গুয়াহাটিতে রাবাডা দলের সঙ্গে অনুশীলন করেননি। ট্রেনিং মিস করলেও দলের সেরা বোলারের জন্য শুক্রবার পর্যন্ত অপেক্ষা করবে দল। এদিন সাংবাদিক সম্মেলনে এসে দক্ষিণ আফ্রিকার বোলিং কোচ পিট বোথা বলেছেন, কাগিসো (Kagiso Rabada) দলের মেডিক্যাল স্টাফেদের পর্যবেক্ষণে রয়েছে। যে কারণে আজ অনুশীলন করেনি। আরও ২৪ ঘণ্টা দেখে আমরা সিদ্ধান্ত নেব।
বর্ষাপাড়ার পিচ লাল মাটির। ঘাসের আস্তরণ রয়েছে। দুপুরে উইকেটে জল দেওয়া হয়। বোথা বলেন, এখনও টেস্টের দু’দিন বাকি। তাই এখনই বলা সম্ভব নয়, তারা কতটা ঘাস কাটবে। ভাল ব্যাটিং উইকেট বলেই মনে হচ্ছে। তবে ম্যাচ এগোলে স্পিন সহায়ক হবে। আমাদের অপেক্ষা করতে হবে। এদিকে, ভারতীয় দলের প্রথম একাদশে আবার জোড়া পরিবর্তন হওয়ার সম্ভাবনা। অধিনায়ক শুভমন গিল কার্যত গুয়াহাটি টেস্ট থেকে ছিটকেই গিয়েছেন। তাঁর পরিবর্তে খেলার প্রবল সম্ভাবনা সাই সুদর্শনের। ইডেনের মতো দ্বিতীয় টেস্টে চার স্পিনার খেলাবে না ভারত। সেক্ষেত্রে অক্ষর প্যাটেলের পরিবর্তে দলে ঢোকার সম্ভাবনা পেসার অলরাউন্ডার
নীতীশ রেড্ডির।
আরও পড়ুন-এএফসিতে লড়ে হার লাল-হলুদের

