প্রতিবেদন : মোহনবাগান সভাপতি পদে স্বপনসাধন বোসের (টুটু বোস) ইস্তফাপত্র শুক্রবার ক্লাবের কার্যকরী কমিটির বৈঠকেও গৃহীত হল না। মোহনবাগান সচিব দেবাশিস দত্ত জানালেন, টুটু বোসের পদত্যাগপত্র নিয়ে ফের আলোচনা হবে।
মোহনবাগান ক্লাবের সহসভাপতি কুণাল ঘোষ বলেন, ‘টুটুবাবু ক্লাবের সভাপতি। তাঁর মোহনবাগান ক্লাবে যা অবদান, তা নিয়ে আলাদা করে আলোচনার অবকাশ নেই। আর এটা কোনওভাবে অস্বীকারও করা যায় না। তাই আমরা আপাতত তাঁর পদত্যাগপত্র গ্রহণ করছি না, প্রত্যাখ্যানও করছি না। তাছাড়া টুটু বোস মোহনবাগানের ইতিহাসে, কলকাতা ময়দানে অন্য উচ্চতার মানুষ। ফলে আমরা ওনার ইস্তফাপত্র গ্রহণ বা প্রত্যাখানের মতো তড়িঘড়ি কোনও সিদ্ধান্ত নিইনি।’
আরও পড়ুন-বিজেপি মন্ত্রীর অপসারণ দাবি কর্নেল সোফিয়ার পরিবারের
গত মাসের শেষের দিকেই মোহনবাগান ক্লাবের সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছিলেন টুটু বোস। ক্লাব সচিব ও কর্মসমিতির সদস্যদের উদ্দেশে চিঠি লিখে ইস্তফা দিয়েছিলেন। পরে তিনি সাংবাদিক সম্মেলন করে জানিয়েছিলেন, নির্বাচনে পুত্র সৃঞ্জয় বোসের হয়ে প্রচার করতেই সভাপতি পদ থেকে সরে দাঁড়ান। অন্যদিকে, পাঁচ সদস্যের নির্বাচনী বোর্ড থেকে তিনজন ব্যক্তিগত কারণে সরে দাঁড়িয়েছেন। তাঁরা হলেন বিশ্বব্রত বসু মল্লিক, সৌভিক মিত্র এবং অভিষেক সিনহা। সেই জায়গায় এলেন অসীম কুমার মৌলিক, সুকমল রায়, বিশ্বরূপ দে। ক্লাবের আসন্ন নির্বাচন নিয়ে সরগরম ময়দান। অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়ের নেতৃত্বে গঠিত নির্বাচনী বোর্ডের তৎপরতা তুঙ্গে। ইতিমধ্যে খসড়া ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া শুরু হয়েছে।