কলকাতা হাইকোর্ট (Kolkata Highcourt)আগেই রক্ষাকবচ দিয়েছিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট আবেদন করে রাজ্য সরকার। কিন্তু বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টেই ওই আবেদন ফের জানানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম নির্দেশ পেয়ে এদিনই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল রাজ্য সরকার।
আরও পড়ুন-জল সীমান্ত পাহারায় এবার মহিলা চৌকি
তাঁর বিরুদ্ধে আদালতের অনুমতি ছাড়া কোনও এফআইআর করা যাবে না বলেও নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গেলে ফের হাইকোর্টে যাওয়ার কথা বলা হয় রাজ্যকে। এরপর বৃহস্পতিবারই হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের বেঞ্চে আবেদন করল রাজ্য সরকার। মামলাটি হাইকোর্ট গ্রহণ করেছে।