প্রতিবেদন : রাজ্য নির্বাচন কমিশন আসন্ন পঞ্চায়েত নির্বাচনে ভোটকর্মীদের (Allowance- Vote Workers) ভাতা সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে। গত লোকসভা এবং বিধানসভা ভোটের হারেই পঞ্চায়েতে ভোটকর্মীদের ভাতা দেওয়া হবে বলে জানানো হয়েছে। প্রিসাইডিং অফিসাররা প্রশিক্ষণ এবং ভোটের দিন কাজের জন্য মোট ২,৩৪০ টাকা পাবেন। এর মধ্যে খাবারের খরচ ধরা হয়েছে। মোবাইল ফোন রিচার্জের জন্য তাঁদের ১০০ টাকা দেওয়া হচ্ছে। প্রথম পোলিং অফিসাররা পাবেন ১,৫৪০ টাকা। দ্বিতীয় এবং পোলিং অফিসাররা পাবেন ওই ১৩৪০ টাকা করেই। রিজার্ভ প্রিসাইডিং অফিসার পাবেন ১০৫০ টাকা করে। প্রথম রিজার্ভ পোলিং অফিসার (Allowance- Vote Workers) পাবেন ৮৫০ টাকা করে। দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ পোলিং অফিসাররাও পাবেন ৮৫০ টাকা করে। সেক্টর অফিসিয়ালদের জন্য বরাদ্দ হয়েছে মাথা পিছু ৬৭০ টাকা।
আরও পড়ুন- ভবিষ্যৎ আমলাদের সংবর্ধনা