এনআই অ্যাক্টে ছুটি ঘোষণা

Must read

প্রতিবেদন : রাজ্যের চার কেন্দ্রে উপনির্বাচন (By Election) ১০ জুলাই, বুধবার। সেই উপর্নিবাচনে সবাই যাতে ভোট দেওয়ার সুযোগ পান, সেই কারণে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট (এনআইএ) ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা ও মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের (By Election) জন্য এই ছুটি ঘোষণা করা হয়েছে। ওই চার বিধানসভা এলাকায় সরকারি অফিস, সংস্থা, কর্পোরেশন, বোর্ড, শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ছুটি থাকবে। ওই দিন ওই বিধানসভা এলাকার কোনও বাসিন্দা যদি কর্মসূত্রে অন্যত্র থাকেন, তাহলে তিনি ভোটদানের জন্য সবেতন ছুটির সুবিধা পাওয়ার অধিকারী হবেন।

আরও পড়ুন: কত ধানে কত চাল বুঝিয়েছে বাংলা, এখনও তাই মোদিজির কমেনি জ্বালা

Latest article