অনুপ্রবেশ রুখতে ঘোষণা মণিপুরে

তিনি জানিয়েছেন, ১৯৬১ সালের পর যাঁরা মণিপুরে এসে থাকছেন, তাঁদের রাজ্য ছেড়ে চলে যেতে হবে।

Must read

প্রতিবেদন : মণিপুরে শান্তি ফেরাতে এবার রাজ্যে ‘অবৈধ অনুপ্রবেশ’ আটকানোয় জোর দিচ্ছে রাজ্য সরকার। এন বীরেন সিং সরকারের কাছে রাজ্যের জাতি সংঘর্ষ থামানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। রাজ্যে অনুপ্রবেশ এবং অবৈধ বসবাস ঠেকাতে নয়া ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, ১৯৬১ সালের পর যাঁরা মণিপুরে এসে থাকছেন, তাঁদের রাজ্য ছেড়ে চলে যেতে হবে।

আরও পড়ুন-১০০ টেস্টের প্রাক্কালে স্টোকস বিরাটকে সবাই মাঠে দেখতে চায়

মুখ্যমন্ত্রীর বক্তব্য, প্রতিবেশী রাষ্ট্র মায়ানমার থেকে অবৈধ অনুপ্রবেশকারী এবং মাদক মাফিয়ারাই মণিপুরের ধারাবাহিক অশান্তির জন্য দায়ী। তাই নতুন অনুপ্রবেশকারী আটকানোর পাশাপাশি যাঁরা ইতিমধ্যেই অবৈধভাবে রাজ্যে বসবাস করছেন, তাঁদের চিহ্নিত করে বের করে দেওয়া হবে।
মণিপুরের ‘ইনার লাইন পারমিট সিস্টেম’কে কার্যকর করতে ১৯৬১ সালকে চূড়ান্ত করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ওই সালের পর যাঁরা রাজ্যে অবৈধভাবে প্রবেশ করেছে, তাদের চিহ্নিত করে নির্বাসনে পাঠানো হবে। ২০২২ সালের জুন মাসে মণিপুর মন্ত্রিসভায় একটি প্রস্তাব পাশ হয়। সেই প্রস্তাবেই ১৯৬১ সালকে নির্দিষ্ট করে অনুমোদন দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী নিজেই স্বীকার করেন, মণিপুরবাসী এখন খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। জাতিগত পরিচিতি বাঁচানোর কথাও বলেছেন তিনি। অন্যদিকে নাগা নেতা এবং ‘ফোরাম ফর রিস্টোরেশন অফ পিস’-এর আহ্বায়ক অশাং কাশারের মতে, অবৈধ অনুপ্রবেশকারীদের নির্বাসিত করা কোনও সরকারের একার কাজ নয়।

Latest article