জাতীয়

মায়াবতীকে প্রধানমন্ত্রীর মুখ ঘোষণার দাবি বিএসপির, ইন্ডিয়ায় যোগ দিতে অবাস্তব শর্ত আরোপ

প্রতিবেদন : বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটে যুক্ত হতে প্রধানমন্ত্রিত্বের শর্ত দিল মায়াবতীর (Mayawati) বিএসপি। দলের সাংসদ মালুক নগর এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ইন্ডিয়া জোটে বিএসপিকে পেতে হলে ২০২৪ লোকসভা নির্বাচনে মায়াবতীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করতে হবে। তাঁর দাবি, বিএসপির বিধায়কদের দলে টেনে নেওয়ার জন্য কংগ্রেসকে ক্ষমা চাইতে হবে। আর এই প্রস্তাব শুনে রাজনৈতিক মহলের পর্যবেক্ষণ, ইন্ডিয়া জোটে শামিল হওয়ার চাপ বাড়তে পারে বুঝেই আগেভাগে এমন অবাস্তব প্রস্তাব খাড়া করা হল। বিএসপি নেতারাও জানেন, এমন প্রস্তাব মানবেন না ইন্ডিয়া জোটের নেতারা। প্রকৃতপক্ষে বিজেপির সঙ্গে পরোক্ষ সমঝোতা করে চলা মায়াবতীর পক্ষে ইন্ডিয়া জোটে শামিল হওয়া কার্যত অসম্ভব বলেই মনে করে রাজনৈতিক মহল।
ইন্ডিয়া জোটের দিল্লির বৈঠকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঘোষণার দাবি জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রস্তাব সমর্থন করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তবে ইন্ডিয়া জোটে বিএসপির যোগ দেওয়া নিয়ে আদৌ কোনও আশা করেন না জোটের নেতৃত্ব। দুর্নীতির অভিযোগ ও কেন্দ্রীয় এজেন্সির ভয়ে মায়াবতী (Mayawati) বিজেপির বিরুদ্ধে যাবেন না বলে মনে করেন তাঁরা। এই পরিপ্রেক্ষিতে মায়ার দলের সাংসদের ‍‘অবাস্তব’ দাবির নেপথ্যে বিজেপির হাত দেখছেন অনেকেই। প্রসঙ্গত, বিএসপি সাংসদ বলেছেন, প্রথমে কংগ্রেসের উচিত আমাদের দলের কয়েকজন বিধায়ককে নেওয়ার জন্য মায়াবতীর কাছে ক্ষমা চাওয়া এবং মায়াবতীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করা। তবেই বিজেপিকে লোকসভা নির্বাচনে হারাতে পারবে ইন্ডিয়া জোট। মালুক নগরের যুক্তি, যদি কংগ্রেস একজন দলিত প্রধানমন্ত্রী চায়, তাহলে মায়াবতীর থেকে উপযুক্ত আর কেউ নেই। তাঁর কথায়, আমাদের শর্তে রাজি হলে ইন্ডিয়া জোটে যোগ দেওয়া নিয়ে ইতিবাচক ভাবনাচিন্তা শুরু করবেন মায়াবতী। তাঁর দাবি, ইন্ডিয়া জোটে মায়াবতীর যোগ দেওয়ার ব্যাপারে অখিলেশ যাদবেরও কোনও আপত্তি নেই। এদিকে ইন্ডিয়া জোটের প্রধান শরিক কংগ্রেসকে আক্রমণ করে বিএসপি সাংসদ বিজেপির শেখানো বুলি বলছেন বলে মত হাত শিবিরের।

আরও পড়ুন- কেন্দ্রীয় প্রকল্পে ব্যবহার হচ্ছে নিম্নমানের সামগ্রী, সংসদীয় কমিটির রিপোর্টে উঠে এল তথ্য

Jago Bangla

Recent Posts

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

7 minutes ago

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

32 minutes ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

10 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

10 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

10 hours ago

সাহিত্য অ্যাকাডেমির পাল্টা জাতীয় পুরস্কার ঘোষণা করলেন স্ট্যালিন

নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…

10 hours ago