প্রতিবেদন: আগামী ১৩ ডিসেম্বর যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির সম্মানে গোট কনসার্টের অনুষ্ঠানে মোহনবাগান অলস্টার মুখোমুখি ডায়মন্ড হারবার অলস্টার একাদশের। এই প্রীতি ম্যাচ এবং গোট কনসার্টের অনুষ্ঠানের জন্য ক্লাবের লোগো ব্যবহারের অনুমতি দিয়েছে ডায়মন্ড হারবার (DHFC)। মোহনবাগান আগেই তাদের সম্মতি দিয়েছে। অলস্টার ম্যাচে ভারতের প্রাক্তন খেলোয়াড়দের পাশাপাশি বিশ্বকাপজয়ী স্প্যানিশ ফুটবলার ডেকো, প্রাক্তন ডাচ তারকা এডগার ডেভিডস, ব্রাজিলের দানি আলভেজরা খেলতে পারেন।
খেলোয়াড় তালিকা এখনও চূড়ান্ত না হলেও ডেকো, ডেভিডসকে আনার মরিয়া চেষ্টা করছেন দেশের চার শহরে মেসির ইভেন্টের উদ্যোক্তা ক্রীড়া সংগঠক শতদ্রু দত্ত। কারাদণ্ডের সাজা কাটানোয় আলভেজের ভিসা পেতে সমস্যা হচ্ছে। তবে ডেকো, ডেভিডসদের গোট কনসার্টে থাকার ব্যাপারে আশাবাদী শতদ্রু। জাগোবাংলাকে তিনি বললেন, অলস্টার ম্যাচে ডায়মন্ড হারবারের (DHFC) হয়ে খেলতে দেখা যেতে পারে ডেকো, ডেভিডসকে। এখনও কিছু চূড়ান্ত নয়। তবে বাইচুং ভুটিয়া, লিয়েন্ডার পেজরা থাকবেন। তাঁরা ডায়মন্ড হারবারের হয়ে নামতে পারেন। টাইগার স্রফ, জন আব্রাহামরা থাকবেন। আরও অনেক সেলিব্রিটিকেই আমরা প্রস্তাব দিয়েছি। দু’দলের খেলোয়াড় তালিকা চূড়ান্ত করতে আরও কিছুটা সময় লাগবে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি গোট কনসার্টে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবার এফসি-র চিফ প্যাট্রন তিনি। অলস্টার ম্যাচে অভিষেককে কিছুক্ষণের জন্য মাঠে নামানোর ভাবনাও রয়েছে আয়োজক শতদ্রুর। ১৩ ডিসেম্বর সকাল সাড়ে দশটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত যুবভারতীতে মেসির সম্মানে গোট কনসার্ট অনুষ্ঠান। আর্জেন্টাইন কিংবদন্তিকে সংবর্ধিত করবেন মুখ্যমন্ত্রী। সঙ্গে থাকবেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস-সহ বাংলার একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব। ফুটবল ক্লিনিকের পাশাপাশি একটি মিউজিক্যাল কনসার্টও হবে। মুম্বইয়ের নামী ব্যান্ডের পাশাপাশি বাংলার চন্দ্রবিন্দু, ফসিলসের পারফর্ম করার কথা।
ডায়মন্ড হারবারের হয়ে খেলতে পারেন ডেকোরা, মেসির সামনে অলস্টার ম্যাচ

