সংবাদদাতা, তমলুক : দীর্ঘদিন ধরে জলসংকটে ভুগছেন এলাকার বাসিন্দারা। দূরদূরান্ত থেকে জল এনে তাঁদের সমস্যা মেটাতে হত এতদিন। অবশেষে সমস্যা সমাধানে উদ্যোগী হন স্থানীয় কাউন্সিলর চঞ্চল খাঁড়া। এলাকাবাসীর জল সমস্যা মোকাবিলা করতে তাম্রলিপ্ত পুরসভার ২০ নং ওয়ার্ডে তাঁর উদ্যোগে বসানো হচ্ছে একটি গভীর নলকূপ। যার মাধ্যমে আশপাশের প্রায় ১০০- ১৫০টি পরিবারে পৌঁছে যাবে পানীয় জলের সংযোগ। এই প্রকল্পের জন্য খরচ হবে ২২ লক্ষ টাকা। বুধবার এই প্রকল্পের সূচনা হল। কাউন্সিলর চঞ্চল খাঁড়া-সহ আশপাশের ওয়ার্ডের কাউন্সিলরাও উপস্থিত ছিলেন।
আরও পড়ুন-নয়া সিসি ক্যামেরা বসাচ্ছে রাজ্য পুলিশ, বাড়ছে স্টোরেজ ও নাইট ভিশন সুবিধা
জানা গিয়েছে, ২০ নং ওয়ার্ডের মাকড়পাড়া এলাকার এই জলসমস্যা দীর্ঘদিনের। মাঝেমধ্যে সমস্যা এমন পর্যায়ে পৌঁছত যে পুরসভার তরফে জলের ট্যাঙ্ক পাঠিয়ে এলাকার জলসমস্যা মোকাবিলা করতে হত। এমনকী নতুন নতুন সংযোগ যুক্ত হওয়ার ফলে জলের চাপ কম থাকায় উঁচু জায়গাগুলিতে জল পৌঁছত না। নিয়মিত বিল দেওয়া সত্ত্বেও জল না পাওয়ায় পুরসভার বিরুদ্ধে এলাকাবাসীর মনে ক্ষোভের সঞ্চার হয়। এমন পরিস্থিতিতে পুরসভার তরফে জলসংকট মেটানোর জন্য ২২ লক্ষ টাকায় গভীর নলকূপ বসানোর উদ্যোগ নেওয়া হয়। আগামী দু’মাসের মধ্যে সম্পন্ন হয়ে যাবে নলকূপ প্রতিস্থাপনের কাজ। এরপর তার মাধ্যমে ওই ওয়ার্ড-সহ পাশের পঞ্চায়েত এলাকার একাধিক বাড়িতেও পৌঁছে যাবে পরিস্রুত পানীয় জল। বুধবার নলকূপ প্রতিস্থাপনের কাজের সূচনা হওয়ায় মুখে হাসি ফুটেছে এলাকাবাসীর। কাউন্সিলার চঞ্চল খাঁড়া বলেন, ওই এলাকার মানুষের দীর্ঘদিনের চাহিদা ছিল গভীর নলকূপ প্রতিস্থাপন করার। বিভিন্ন সময়ে তাঁরা জলসমস্যায় ভুগতেন। তাই মানুষের সমস্যার কথা ভেবে ওখানে গভীর নলকূপ বসানো হচ্ছে। খুব দ্রুত কাজ সম্পন্ন হবে। এরপর বাড়ি-বাড়ি নলবাহিত পরিস্রুত পানীয় জল পৌঁছে যাবে।