প্রতিবেদন : রাজ্যপাল তথা আচার্যের বিরুদ্ধে মানহানি মামলা করার হুঁশিয়ারি দিয়ে তাঁকে আইনি নোটিশ পাঠাল দ্য এডুকেশনিস্ট ফোরাম। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য, অধ্যাপক এবং শিক্ষাবিদদের এই সংগঠনের পক্ষ থেকে বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানিয়েছেন সংগঠনের নেতা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র। বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক দেবনারায়ণ বন্দ্যোপাধ্যায়-সহ মোট ১২ জন প্রাক্তন উপাচার্যর পক্ষ থেকে পাঠানো হয়েছে এই আইনি নোটিশ।
আরও পড়ুন-কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে তীব্র আক্রমণ তৃণমূল কংগ্রেসের
কয়েকজন প্রাক্তন উপাচার্যের বিরুদ্ধে আচার্য হিসেবে রাজ্যপাল সি ভি আনন্দ বোস কয়েকটি সংবাদমাধ্যমে কোনও প্রমাণ ছাড়াই যে আপত্তিকর মন্তব্য করেছেন তার তীব্র নিন্দা করা হয়েছে এদিনের সাংবাদিক সম্মেলনে। তাঁদের বক্তব্য, এর ফলে সম্মানহানি হয়েছে প্রাক্তন উপাচার্যদের। প্রাক্তন উপাচার্য, অধ্যাপক এবং শিক্ষাবিদদের দাবি, অবিলম্বে মানহানিকর মন্তব্য প্রত্যাহার করতে হবে রাজ্যপালকে। ক্ষমা চাইতে হবে প্রাক্তন উপাচার্যদের কাছে এবং তাঁদের প্রত্যেককে ৫০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। ১৫ দিনের মধ্যে এই দাবিপূরণ না হলে আচার্যের বিরুদ্ধে দেওয়ানি এবং ফৌজদারি মানহানির মামলা করা হবে বলে স্পষ্টভাষায় জানিয়ে দিল দ্য এডুকেশনিস্ট ফোরাম।