কাঁথিতে হার নিশ্চিত বুঝে বিজেপির ঘৃণ্য কৌশল

আয়কর নোটিশ ধরানো হচ্ছে তৃণমূল নেতাদের

Must read

সংবাদদাতা, ভগবানপুর : কাঁথিতে (Kanthi) হারার আশঙ্কায় ঘৃণ্য কৌশল নিতে শুরু করেছে বিজেপি। কাঁথির এক বর্ষীয়ান নব্য বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ, তিনি তৃণমূলের কয়েকজন নেতাকে ফোন করে বিজেপির হয়ে ভোট করানোর প্রস্তাব দিচ্ছেন। প্রস্তাবে রাজি না হলে হুমকি দেওয়া এবং আয়কর নোটিশ পাঠানো হচ্ছে বলেও অভিযোগ। ভোটে হেরে যাওয়ার ভয়ে এভাবে ব্ল্যাকমেলিংয়ের চেষ্টার বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানাচ্ছে তৃণমূল। প্রমাণ হিসেবে ভগবানপুর ১ ব্লক তৃণমূল সভাপতি এবং ভগবানপুর ১ ব্লকের ৩১ নম্বর আসনে জেতা জেলা পরিষদ সদস্য রবীন মণ্ডলের উদাহরণ তুলে ধরছে দল। ওই বিজেপি নেতার প্রস্তাব নিয়ে ফোনে রবীনের সঙ্গে তর্কাতর্কিও হয়। আর ২৪ ঘণ্টার মধ্যেই রবীন হাতে পান আয়কর নোটিশ। ভগবানপুর ১ ব্লক থেকে লিড পেতে মরিয়া বিজেপি খোদ তৃণমূল ব্লক সভাপতিকেই বিজেপির হয়ে ভোট করানোর প্রস্তাব দেওয়া নিয়ে এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায়। ভগবানপুরের প্রাক্তন বিধায়ক অর্ধেন্দু মাইতির দীর্ঘদিনের ঘনিষ্ঠ রবীন গত বছর ভগবানপুর ১ ব্লক তৃণমূল সভাপতি অভিজিৎ দাস মারা যাওয়ায় সেই দায়িত্ব পান। চণ্ডীপুর ও ভগবানপুরে তৃণমূলের ভোট ম্যানেজার রবীনকেই টার্গেট করেছে বিজেপি। ২৬ এপ্রিল ময়নার গোড়ামহাল গ্রামের বিজেপি কর্মী দীনবন্ধু মিদ্যার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ভগবানপুর ১ ব্লকের উত্তরবাড় ও পশ্চিমবাড় গ্রামের পাঁচ তৃণমূল নেতা-কর্মীর বিরুদ্ধে এফআইআর করে বিজেপি। এঁদের মধ্যে আছেন এলাকার ডাকসাইটে নেতা পিন্টু প্রধান। ভোটের সময় তাঁকে আধাসেনার নজরবন্দি রাখার পরিকল্পনা চলছে। উল্লেখ্য, প্রার্থী হওয়ার আগে উত্তম বারিকও আয়কর নোটিশ পেয়েছিলেন। কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি পীযূষকান্তি পন্ডা বলেন, কাঁথিতে পরাজয় নিশ্চিত বুঝে ওরা কৌশলে পেছনের দরজা দিয়ে জেতার চেষ্টা করছে। ব্লক তৃণমূল সভাপতি-সহ গুরুত্বপূর্ণ তৃণমূল নেতাদের ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করতে চাইছে। ওদের এই ঘৃণ্য চক্রান্ত ব্যর্থ করবেন মানুষই। এই ষড়যন্ত্রের জন্য বিজেপির বিরুদ্ধে আমরা নির্বাচন কমিশনে অভিযোগ জানাচ্ছি।রবীন বলেন, আমরা ব্যবসায়ী পরিবার। আয়কর থেকে নোটিশ এসেছে। আইনি পরামর্শ নিচ্ছি। তবে ভোটের মুখে চাপ বাড়াতেই বিজেপির এসব কৌশল। কিন্তু আমি কলেজ রাজনীতি থেকে উঠে আসা লোক। আমাকে দমানো যাবে না।

আরও পড়ুন-উড়ন্ত যন্ত্র পড়ল লোকালয়ে, চাঞ্চল্য চুঁচুড়ার কাপাসডাঙায়

Latest article