প্রতিবেদন : এবার উপাচার্য (Vice-Chancellor) নিয়োগে অকারণ বিলম্ব নিয়ে সুপ্রিম কোর্টে আইনি পরামর্শ নিতে চলেছে রাজ্য। বৃহস্পতিবার এমনটাই জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। মুখ্যমন্ত্রী অনুমোদন করে দেওয়ার পরেও এখনও আটকে রয়েছে ১৮টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য (Vice-Chancellor) নিয়োগ প্রক্রিয়া। শুধুমাত্র আচার্যের গাফিলতির জেরে আটকে রয়েছে এই নিয়োগ। আর এতেই ব্যাহত হচ্ছে উচ্চশিক্ষা। এমনটাই মত রাজ্যের শিক্ষামন্ত্রীর ব্রাত্য বসুর। এদিন এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী অনুমোদন দিয়ে দিয়েছেন। আমরা আশাবাদী, সব ক’টা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ হয়ে যাবে। অকারণে বিলম্বিত হবে না। বিলম্বিত হওয়া মানে সুপ্রিম কোর্টকে অগ্রাহ্য করা। আমরা চাইব এই নিয়োগ তাড়াতাড়ি হয়ে যাক। বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ আটকে থাকা মানে উচ্চশিক্ষা ব্যাহত হওয়া। শিক্ষামন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী ধৈর্য দেখাচ্ছেন, সৌজন্য দেখাচ্ছেন। তবে আগামী মাসে সুপ্রিম কোর্টে উপাচার্য নিয়োগ নিয়ে আইনি পরামর্শ নেবে বলেও জানান তিনি।
আরও পড়ুন- উত্তরে তুষারপাত, দক্ষিণে কমবে শীতের আমেজ