সন্তোষে আজ বাংলা-দিল্লি

তাই দিল্লির বিরুদ্ধে নামার আগে ফুরফুরে মেজাজে রয়েছেন নরহরি শ্রেষ্ঠারা। যদিও প্রতিপক্ষকে গুরুত্ব দিচ্ছে বাংলা শিবির।

Must read

প্রতিবেদন : শুক্রবার সন্তোষ ট্রফির মূলপর্বে দিল্লির মুখোমুখি হচ্ছে বাংলা। দলে কোনও চোট সমস্যা নেই। তাই দিল্লির বিরুদ্ধে নামার আগে ফুরফুরে মেজাজে রয়েছেন নরহরি শ্রেষ্ঠারা। যদিও প্রতিপক্ষকে গুরুত্ব দিচ্ছে বাংলা শিবির।
কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য বলেন, ‘‘দিল্লি দল নিয়ে আমাদের সঠিক ধারণা নেই। ওদের বিরুদ্ধে আমরা সাম্প্রতিক সময়ে খেলিনি। তবে প্রতিপক্ষ হিসাবে ওদের গুরুত্ব দিচ্ছি। আমরা প্রতিটি প্রতিপক্ষকেই গুরুত্ব দিই। তাই দিল্লিকে নিয়েও সতর্ক রয়েছি।’’ একইসঙ্গে তিনি বলেন, ‘‘শিবিরে চোট আঘাত নেই। আশা করি ভাল খেলবে দল।’’

আরও পড়ুন-এক ইঞ্চিও জমি ছাড়বে না তৃণমূল কংগ্রেস

শুক্রবার সকালে অনুশীলন করেছে বাংলা। আগামী দশদিনে পাঁচটি ম্যাচ খেলতে হবে তাদের। তার উপর ম্যাচের সময় ভিন্ন। কখনও সকাল, কখনও দুপুর, আবার কখনও সন্ধ্যায় খেলতে হবে। এ নিয়ে অবশ্য অসন্তোষ গোপন করেননি কোচ বিশ্বজিৎ।
তিনি বলেন, ‘‘সন্তোষ ট্রফিতে আমরা যখন খেলেছি, এমনটা হত না। শুধু বাংলা নয়, এখানে প্রতিটি দলকেই ১০ দিনে পাঁচটা ম্যাচ খেলতে হবে। রিকভারির সময় থাকে না। চোট-আঘাত বাড়ে। এবার প্রাথমিক পর্বেও এভাবে ম্যাচ হয়েছে। ফেডারেশনের তো এগুলো ভেবে দেখা উচিত।’’

Latest article