ডব্লুপিএলে শীর্ষে দিল্লি

ডব্লুপিএলে মঙ্গলবার চিন্নাস্বামীতে গুজরাট জায়ান্টসকে (Gujrat Giants) ৬ উইকেটে হারিয়ে শীর্ষে উঠে এল সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিল্লি ক্যাপিটালস।

Must read

বেঙ্গালুরু, ২৫ ফেব্রুয়ারি : ডব্লুপিএলে মঙ্গলবার চিন্নাস্বামীতে গুজরাট জায়ান্টসকে (Gujrat Giants) ৬ উইকেটে হারিয়ে শীর্ষে উঠে এল সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিল্লি ক্যাপিটালস। ৫ ম্যাচে ৬ পয়েন্ট তাদের। মাত্র ১২৭ রান তাড়া করতে নেমে মেগ ল্যানিংয়ের উইকেট শুরুতে হারালেও জেস জোনাসেন (৩২ বলে ৬১ অপরাজিত) ও শেফালি ভার্মার (২৭ বলে ৪৪) ব্যাটে ভর করে ২৯ বল বাকি থাকতেই সহজ জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দিল্লি। তবে দিল্লির জয়ে এদিন বোলারদেরই অবদান।

আরও পড়ুন-টি-ট্যুরিজম : অপপ্রচারের জবাব দিয়ে আসল তথ্য পেশ মুখ্যমন্ত্রীর

টসে জিতে গুজরাটকে শুরুতে ব্যাট করতে পাঠান দিল্লি অধিনায়ক অ্যাশলে গার্ডনার। পেস সহায়ক উইকেটে শিখা পাণ্ডে, মারিজানে কাপ, তিতাস সাধুদের বোলিং দাপটে শুরু থেকে নিয়মিত ব্যবধানে উইকেট হারায় গুজরাট। ২০-৪ থেকে দিয়ান্দ্রা ডটিনের (২৬) উইকেট হারিয়ে ১১ ওভারেই ৬০-৬ হয়ে যায় গুজরাট। শেষ পর্যন্ত ভারতী ফুলমালির আগ্রাসী ব্যাটিংয়ের সৌজন্যে (২৯ বলে ৪০ অপরাজিত) নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে একশোর উপর স্কোর করতে সক্ষম হয় তারা। শিখা, মারিজানে ও সাদারল্যান্ড নেন দু’টি করে উইকেট। তিতাসের ঝুলিতে একটি উইকেট।

Latest article