বিরাট-আবেগ নিয়ে রেলকে হারাল দিল্লি

সেখানে ছিলেন বিরাটের ছোটবেলার কোচ রাজকুমার শর্মাও। বিরাটের দিল্লির মতো এদিন ইনিংসে জিতল মুম্বই ও সৌরাষ্ট্রও।

Must read

নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি : তাঁর রঞ্জি প্রত্যাবর্তন নিয়ে আবেগ, উন্মাদনায় দ্বিতীয় দিন সাময়িক ভাটা পড়েছিল ব্যাটে রান না পাওয়ায়। শনিবার ম্যাচের তৃতীয় দিন বিরাট কোহলির দ্বিতীয় ইনিংসে ব্যাটিং দেখার আশায় ফের গমগম করল কোটলার গ্যালারি। কিন্তু রেলওয়েজের দ্বিতীয় ইনিংস গুটিয়ে গেল মাত্র ১১৪ রানে। দিল্লির অফ স্পিনার শিবম শর্মা একাই ৫ উইকেট নিলেন। বিরাটরা জিতলেন এক ইনিংস ও ১৯ রানে। তৃতীয় দিনও কোটলা সেই বিরাটময়।

আরও পড়ুন-বারাকপুরের নয়া সিপি অজয়কুমার ঠাকুর

১২ বছর পর রঞ্জি খেলতে নেমে ব্যাটে রান না পেলেও ভক্তদের ভালবাসার অভাব হয়নি। রেলওয়েজের বিরুদ্ধে দিল্লির জয়ের দিনও নিরাপত্তা বেষ্টনী ভেঙে মাঠে ঢুকে বিরাটের পা ছুঁয়ে প্রণাম করলেন তিন সমর্থক। নিরাপত্তারক্ষীদের শান্ত থাকার অনুরোধ করে ভক্তদের মাঠের বাইরেও পাঠালেন বিরাট। স্টেডিয়ামের নিরাপত্তা ব্যবস্থা এবং ক্রাউড ম্যানেজমেন্ট নিয়ে উঠল প্রশ্ন।
ম্যাচ শেষে দু’দলের ক্রিকেটার, সাপোর্ট স্টাফ, ডিডিসিএ কর্তারা একসঙ্গে কিং কোহলিকে সামনে রেখে গ্রুপ ছবি তুললেন। সেখানে ছিলেন বিরাটের ছোটবেলার কোচ রাজকুমার শর্মাও। বিরাটের দিল্লির মতো এদিন ইনিংসে জিতল মুম্বই ও সৌরাষ্ট্রও।

Latest article