দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

বিশেষ করে মেট্রো সংলগ্ন এলাকাতে জোর নজরদারি চলছে বলে পুলিশ সূত্রে খবর। নাকা চেকিং ও পেট্রোলিংয়েও জোর হয়েছে।

Must read

দিল্লির (Delhi) লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High Alert) জারি কলকাতাতেও (Kolkata)। মহানগরের সব থানাকে সতর্ক করেছে লালবাজার। বিশেষ করে মেট্রো সংলগ্ন এলাকাতে জোর নজরদারি চলছে বলে পুলিশ সূত্রে খবর। নাকা চেকিং ও পেট্রোলিংয়েও জোর হয়েছে।

আরও পড়ুন-প্রয়াত বলিউডের ‘হি-ম্যান’ ধর্মেন্দ্র, শোকস্তব্ধ বলিউড

লালবাজারের নির্দেশে কলকাতার সব থানা ও ট্রাফিক গার্ড যৌথ উদ্যোগে সোমবার রাত নটা থেকে বারোটা পর্যন্ত কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা এবং শহরে ঢোকা-বেরনোর রাস্তাতে সম্পূর্ণ নাকা চেকিং চালাচ্ছে। কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়গুলিতে নাকা চেকিং চলছে। সন্দেহভাজন কাউকে দেখলেই তাঁর পরিচয়পত্র যাচাই করা হচ্ছে। মঙ্গলবার সকালেও কলকাতার গুরুত্বপূর্ণ অঞ্চলগুলিতে যৌথ উদ্যোগে বিভিন্ন থানা তল্লাশি চালাবে। কলকাতার পাশাপাশি রাজ্যের সমস্ত জেলার পুলিশ সুপার এবং থানাগুলিকেও অ্যালার্ট করা হয়েছে বলেও পুলিশ (Police) সূত্রে খবর।

আরও পড়ুন-বিহারে আজ দ্বিতীয় দফার ভোট, ২০ জেলায় প্রবল চাপে বিজেপি

দিল্লিতে বিস্ফোরণের পরে পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র-সহ দেশের বিভিন্ন রাজ্যে হাই অ্যালার্ট জারি করা হয়েছে।

Latest article