জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা উমর নবিই (Delhi blast) দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের হামলাকারী, প্রমাণিত হল ডিএনএ টেস্টে। বুধবার দিনভর নবির যে দ্বিতীয় গাড়ির খোঁজ তিন রাজ্যের পুলিশ চালাচ্ছিল, সেই লাল ইকোস্পোর্ট গাড়িরও খোঁজ পাওয়া গেল। সেই গাড়ি বিস্ফোরক বোঝাই কি না, তল্লাশিতে এনএসজি।
লালকেল্লা মেট্রো স্টেশনে হামলার কয়েক ঘণ্টার মধ্যে যে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছিল, তাতে স্পষ্ট দেখা গিয়েছিল আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক শিক্ষক উমর নবিকে। পরে লালকেল্লা পার্কিং লটের সিসিটিভি ফুটেজেও সাদা আই-টোয়েন্টি গাড়ি নিয়ে উমরকে স্পষ্ট দেখা গিয়েছিল। তবে তার উপস্থিতি নিশ্চিত করতে ডিএনএ টেস্টের রিপোর্টের অপেক্ষা ছিল।
আরও পড়ুন-আঁতাঁত ক্রমে স্পষ্টতর হচ্ছে, বোঝাই যাচ্ছে কেনাবেচা চলছে
পুলওয়ামা থেকে উমরের মা ও দুই ভাইকে আটক করা হয়েছিল উমরের অস্তিত্ব প্রমাণ করার জন্য। তাঁদের ডিএনএ-র সঙ্গে মিলে গিয়েছে আই-টোয়েন্টি থেকে পাওয়া নমুনা।
অন্যদিকে, বুধবার দিনভর হরিয়ানা জুড়ে তল্লাশি চালানো হয় একটি লাল ইকোস্পোর্ট গাড়ির সন্ধানে। উমরের (Delhi blast) দ্বিতীয় গাড়ি ছিল এই লাল ইকোস্পোর্ট গাড়িটি। অনেক রাতে হরিয়ানার খান্ডাভালি এলাকায় উমরেরই একটি বাড়িতে সেই গাড়ির সন্ধান পাওয়া যায়।
সঙ্গে সঙ্গে গোটা এলাকায় ঘিরে ফেলে হরিয়ানা পুলিশ, জম্মু ও কাশ্মীর পুলিশ এবং দিল্লি পুলিশের তদন্তকারী দল। সেই গাড়িতে কোনও বিস্ফোরক রয়েছে কিনা, তল্লাশির জন্য তলব করা হয় এনএসজি বাহিনী। বৃহস্পতিবার সকালে গ্রামে পৌঁছয় এনএসজি বাহিনী। শুরু হয় গাড়ি তল্লাশি।

