আশুতোষের ব্যাটে স্বপ্নভঙ্গ লখনউয়ের

লখনউ সুপার জায়ান্টস ২০৯/৮ (২০ ওভার) দিল্লি ক্যাপিটালস ২১১/৯ (১৯.৩ ওভার)

Must read

বিশাখাপত্তনম, ২৪ মার্চ : টানটান উত্তেজনার মধ্যে লখনউ সুপার জায়ান্টসকে ১ উইকেটে হারিয়ে আইপিএল অভিযান শুরু করল দিল্লি ক্যাপিটালস (delhi capitals)। ম্যাচের নায়ক ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে নামা আশুতোষ শর্মা। তাঁর ৩১ বলে অপরাজিত ৬৬ রানের সৌজন্যে তিন বল বাকি থাকতে জিতে যায় দিল্লি।
তিনি দিল্লির ঘরের ছেলে। কিন্তু এবার শিবির বদল করে যোগ দিয়েছিলেন লখনউয়ে। পুরনো দলের বিরুদ্ধে প্রথম ম্যাচটা সুখকর হল না ঋষভ পন্থের। নিজে শূন্য রানে আউট হলেন। দলও হেরে গেল। বলতে গেলে, পন্থদের হাতের মুঠো থেকে ম্যাচ ছিনিয়ে নিয়ে গেলেন আশুতোষ একাই।

আরও পড়ুন-বাংলাকে তুলে ধরার কাজ জোরকদমে করুন, হাইকমিশনকে বললেন মুখ্যমন্ত্রী

অথচ জেতার জন্য ২১০ রান তাড়া করতে নেমে, ৭ রানেই ৩ উইকেট হারিয়ে বসেছিল দিল্লি (delhi capitals

)। জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক (১), অভিষেক পোড়েল (০), সমীর রিজভিরা (৪) ব্যর্থ। পরিস্থিতি আরও জটিল হয় ফাফ ডুপ্লেসি (২৯) ও অক্ষর প্যাটেল (২২) আউট হলে। আশা জাগিয়েও ২২ বলে ৩৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন ট্রিস্টান স্টাবস। ওই সময় ১১৩ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকছিল দিল্লি। কিন্তু সপ্তম উইকেটে মাত্র ২২ বলে ৫৫ রান যোগ করে দিল্লিকে লড়াইয়ে ফিরিয়ে আনেন আশুতোষ ও ভিপরাজ নিগম। ১৫ বলে ৩৯ রান করে ভিপরাজ আউট হওয়ার পর, পরপর মিচেল স্টার্ক ও কুলদীপ যাদবের উইকেট হারিয়েছিল দিল্লি। কিন্তু মোহিত শর্মাকে (অপরাজিত ১) সঙ্গে নিয়ে শেষ ওভারে দলকে রুদ্ধশ্বাস জয় এনে দেন আশুতোষ।
এর আগে লখনউ প্রথমে ব্যাট করতে নেমে, আইডেন মার্করামের (১৩ বলে ১৫ রান) উইকেট হারালেও, মিচেল মার্শ ও নিকোলাস পুরান শুরু থেকেই চালিয়ে খেলেছেন। মার্শ মাত্র ২১ বলে ব্যক্তিগত হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। পিছিয়ে ছিলেন না নিকোলাস পুরানও। দু’জনের দাপটে ৮.২ ওভারেই ১০০ রান উঠে গিয়েছিল। এই জুটি ভাঙেন মুকেশ কুমার। তাঁর বলে বাউন্ডারি লাইনে স্টাবসের হাতে ধরা পড়েন মার্শ। ততক্ষণে অবশ্য তিনি ৩৬ বলে ৭২ রান করে ফেলেছেন।
অন্যদিকে, পুরান ব্যক্তিগত পঞ্চাশ পূর্ণ করেন ২৪ বলে। স্টাবসের এক ওভারে চারটি ছয় ও একটি চার মেরে ২৮ রান তোলেন তিনি। যদিও পরের ওভারেই প্যাভিলিয়নে ফেরেন পন্থ (০)। কিছুক্ষণ পরেই আউট পুরানও। তিনি ৩০ বলে ৭৫ রান করেন। লখনউয়ের রানকে দুশোর গণ্ডি পার করান ডেভিড মিলার (১৯ বলে অপরাজিত ২৭)। দিল্লির হয়ে স্টার্ক ৩টি ও কুলদীপ ২টি উইকেট দখল করেন।

Latest article