দিল্লির সহজ জয়

Must read

মুম্বই, ২০ মার্চ : মেয়েদের আইপিএলে (WPL 2023) সোমবার মুম্বই ইন্ডিয়ান্সকে ৯ উইকেটে হারাল দিল্লি ক্যাপিটালস (WPL 2023- Delhi Capital vs Mumbai Indians)। এদিন প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৯ রান তুলেছিল মুম্বই। জবাবে ৯ ওভারে ১ উইকেটে ১১০ রান করে ম্যাচ জিতে নেয় দিল্লি। প্রথমে ব্যাট করতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়েছে মুম্বই। এর পরেও যে স্কোরবোর্ডে একশোর বেশি রান উঠেছিল, তার জন্য কৃতিত্ব প্রাপ্য পূজা বস্ত্রকার (২৬), হরমনপ্রীত (২৩) ও ইসসি ওয়াংয়ের (২৩)। রান তাড়া করতে নেমে ওপেনিং জুটিতেই ৫৬ রান যোগ করে ফেলেছিলেন শেফালি ভার্মা ও মেগ ল্যানিং। শেফালি ১৫ বলে ৩৩ রান করে আউট হন। তবে বাকি কাজটা সহজেই সেরে ফেলেন ল্যানিং (অপরাজিত ৩২) ও এলিস ক্যাপসে (অপরাজিত ৩৮)। এর আগে দিনের প্রথম ম্যাচে গুজরাট জায়ান্টসকে ৩ উইকেটে হারিয়েছিল ইউপি ওয়ারিয়র্স। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১৭৮ রান তুলেছিল গুজরাট। দলের হয়ে সর্বোচ্চ ৬০ (৩৯ বলে) করেন অ্যাশলে গার্ডনার। পাল্টা ব্যাট করতে নেমে ১৯.৫ ওভারে ৭ উইকেটে ১৮১ রান তুলে ম্যাচ জিতে নেয় ইউপি। গ্রেস হ্যারিস ৭২ ও তাহলিয়া ম্যাকগ্রা ৫৭ রান করেন। শেষ দু’বলে প্রয়োজন ছিল দু’রান। চার হাঁকিয়ে জয় এনে দেন সোফি একলেস্টোন (১৩ বলে অপরাজিত ১৯)।

আরও পড়ুন: জোড়া শূন্যের পরও সূর্যর পাশে রোহিত, বুধবার শেষ ম্যাচ, চেন্নাই পৌঁছলেন বিরাট

Latest article