মুম্বই, ১৬ মে : পাঞ্জাব কিংসকে ১৭ রানে হারিয়ে প্লে-অফের দৌড়ে ঢুকে পড়ল দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। ঋষভ পন্থদের এই জয়ের সুবাদে চাপ বাড়ল কলকাতা নাইট রাইডার্সের (Kolkata knight Riders)। নাইটদের প্লে-অফে ওঠার অঙ্কটা আরও জটিল হয়ে গেল। আর ম্যাচ হেরে পাঞ্জাবের শেষ চারের স্বপ্ন কার্যত শেষ।
সোমবার প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৯ রান তুলেছিল দিল্লি। জবাবে ২০ ওভারে ৯ উইকেটে ১৪২ রানেই আটকে গেল পাঞ্জাব (Punjab kings)। ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে আপাতত আইপিএলের চার নম্বরে উঠে এলেন পন্থরা।
অথচ এদিন শুরুটা মোটেই ভাল হয়নি দিল্লির (Delhi Capitals)। ইনিংসের প্রথম বলেই লিয়াম লিভিংস্টোনের শিকার হন ডেভিড ওয়ার্নার (০)। সরফরাজ খান আউট হন ৩২ রান করে। ললিত যাদব করেন ২৪ রান। তবে পন্থ (৭) এবং রোভমান পাওয়েল (২) রান পাননি। মিচেল মার্শ ৪৮ বলে ৬৩ রান না করলে দিল্লির স্কোর দেড়শো পার করত কি না সন্দেহ! পাঞ্জাবের হয়ে তিনটি করে উইকেট পান লিভিংস্টোন ও অর্শদীপ সিং।
আরও পড়ুন: রাসেলেই প্লে-অফ, আশায় সাউদি…
জয়ের জন্য ১৬০ রান তাড়া করতে নেমে শুরুটা দারুণ করেছিলে জনি বেয়ারস্টো ও শিখর ধাওয়ান। কিন্তু ১৫ বলে ২৮ রান করে বেয়ারস্টো প্যাভিলিয়নে ফিরতেই ধস নামে। একে একে আউট হন শিখর (১৯), ভানুকা রাজাপক্ষে (৪), লিভিংস্টোন (৩), মায়াঙ্ক আগরওয়ালরা (০)। ফলে স্কোরবোর্ডে মাত্র ৮২ রান তুলতে না তুলতেই ৭ উইকেট হারিয়ে বসেছিল পাঞ্জাব। এর পরেও যে মায়াঙ্করা যে লড়াইয়ে ছিলেন, তার জন্য কৃতিত্ব প্রাপ্য উইকেটকিপার-ব্যাটার জিতেশ শর্মার। তিনি ৩৪ বলে ৪৪ রান করেন। তবে ১৮তম ওভারে পরপর জিতেশ ও কাগিসো রাবাডাকে (০) আউট করে দিল্লির জয় নিশ্চিত করে দেন শার্দূল ঠাকুর। ৩৬ রানে ৪ উইকেট নিয়ে শার্দূলই ম্যাচের সেরা। দুটি করে উইকেট নেন কুলদীপ যাদব ও অক্ষর প্যাটেল।
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…