নবনীতা মণ্ডল নয়াদিল্লি: কোথাও দেওয়ালির উৎসব, কোথাও বা কালীপুজো। যদিও উদ্দেশ্য একই, তা হল শক্তির আরাধনা। বাংলা ছাড়িয়ে ১৬০০ কিলোমিটার দূরে রাজধানী দিল্লি এবং সংলগ্ন এলাকায় উত্তর ভারতের দেওয়ালির পাশাপাশি চলছে মা কালীর আরাধনা। দুর্গাপুজো, লক্ষ্মীপুজোর পর দীপাবলি উদযাপনে উৎসবে মেতেছে রাজধানী দিল্লি।
আরও পড়ুন-কষ্টিপাথরের পেটকাটি কালী দশভুজা
দিল্লি জুড়ে প্রায় ৩০টিরও বেশি ছোট-বড় কালীমন্দির রয়েছে। তার মধ্যে কয়েকটির ইতিহাস শতবর্ষ পুরনো। বর্তমানে রাজধানী দিল্লির কালীবাড়িগুলি সমস্ত প্রবাসী বাঙালির প্রধান সাংস্কৃতিক ও শৈল্পিক অনুষ্ঠানের স্থান হয়ে উঠেছে।
রাজধানী দিল্লির কালী মন্দিরের প্রসঙ্গে প্রথমেই উঠে আসে চিত্তরঞ্জন পার্ক কালী মন্দিরের কথা। ১৯৭৩ সালে স্থাপন করা হয়েছিল এই মন্দির। তারপর থেকে মিনি কলকাতা বলে খ্যাত চিত্তরঞ্জন পার্কের বাঙালিদের কাছে দুর্গাপুজো ও কালীপুজোর এটাই একমাত্র মিলনক্ষেত্র।
আরও পড়ুন-বিজেপির জেলা সভাপতি-সহ ১০০ জনের বিরুদ্ধে মামলা, ধৃত তিন
অন্যদিকে আবার দিল্লির প্রাচীনতম দুর্গাপুজোর স্থান ছিল কাশ্মীরি গেট, যা পরিচিত নতুনদিল্লি কালীবাড়ি হিসেবে। যেখানে দুর্গাপুজোর মতোই ধুমধাম করে হচ্ছে মা কালীর আরাধনা। কলকাতার বিখ্যাত কালীঘাটের মূর্তির অনুরূপ এখানে মায়ের মূর্তি। শোনা যায়, প্রাক স্বাধীনতার যুগেও দেশের স্বাধীনতা আন্দোলনের অগ্নিযোদ্ধাদের গোপন ঘাঁটি ছিল এই নিউদিল্লি কালীবাড়ি।
আরও পড়ুন-বিজেপির জেলা সভাপতি-সহ ১০০ জনের বিরুদ্ধে মামলা, ধৃত তিন
মহা ধুমধামে কালীপুজো হয় দক্ষিণ দিল্লি কালীবাড়িতেও। আমৃত্যুকাল এই কালীবাড়ির অধ্যক্ষ ছিলেন কৃতী বাঙালি ও দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। সম্পূর্ণ কালো পাথরের মা কালীর মূর্তি এখানে।
শুধু দিল্লিই নয়, এখান থেকে ১৬০ কিলোমিটার দূরে হরিয়ানার কুরুক্ষেত্রেও মা কালী পূজিতা হন ভদ্রকালী নামে। ৫১ সতীপীঠের অন্যতম পীঠস্থান এটি। কথিত আছে, দেবী সতীর ডান পায়ের গোড়ালি এখানে পড়েছিল। শুধু তাই নয়, প্রচলিত আছে, কুরুক্ষেত্র যুদ্ধ শুরুর আগে শ্রীকৃষ্ণের সঙ্গে পঞ্চপাণ্ডব এখানে এসে দেবীর আরাধনা করেছিলেন।
আরও পড়ুন-আলোকিত সাহিত্য
সারা বছরই এখানে নিত্যপূজার ব্যবস্থা থাকলেও কালীপুজোর তিথি ধরে এখানে হয় দেবী শক্তির আরাধনা। এখানে মায়ের কঠোর রূপ। মা কালীর প্রাচীনতম মন্দিরগুলির মধ্যে এটিও একটি। দিল্লির পার্শ্ববর্তী উত্তরপ্রদেশের নয়ডাতেও ধুমধাম করে হচ্ছে শক্তির আরাধনা। সেক্টর ২৬-এর নয়ডা কালীবাড়ির পুজো এবার ৩৯ বছরে পা রাখল। একইভাবে রাজধানী সংলগ্ন গুরুগ্রাম, গাজিয়াবাদ, ফরিদাবাদেও প্রবাসী বাঙালি সমাজ মেতেছে মা কালীর আরাধনায়। রাজধানী দিল্লির মাত্রাতিরিক্ত দূষণ এবং সরকারি নিষেধাজ্ঞার আবহেও আলোর উৎসবে ভাটা পড়েনি রাজধানীবাসীর।