বুধবার সকালে নিজের বাসভবনে সাধারণ মানুষের অভাব অভিযোগ শোনার সময় হঠাৎ তাঁর উপর এক যুবক হামলা চালান। মুখ্যমন্ত্রীকে (chief minister) চড় মারেন বলে অভিযোগ। দ্রুত ওই যুবককে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা রক্ষীরা ধরে জিজ্ঞাসাবাদ শুরু করে। এই ঘটনার পর দিল্লির মুখ্যমন্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী নিজের বাসভবনে ‘জনশুনানি’ করেন। এদিন সকালেও সাধারণ মানুষের সঙ্গে কথা বলছিলেন তিনি। সবার অভাব অভিযোগ শুনছিলেন। হামলাকারীও সেই জনশুনানিতে উপস্থিত থেকে নিজের কথা জানানোর জন্য মুখ্যমন্ত্রীর কাছে যান। কিন্তু হঠাৎ মুখ্যমন্ত্রীকে তিনি চড় মারেন এবং চুল ধরে টানেন বলে অভিযোগ। এরপরেই ওই যুবককে ধরে ফেলেন নিরাপত্তা রক্ষীরা।
আরও পড়ুন-কোর্টে ফের ধাক্কা খেল বিজেপি
এদিনের ঘটনায় প্রত্যক্ষদর্শীরা জানান মুখ্যমন্ত্রী সকলের সঙ্গে আলাদা করে কথা বলছিলেন। ওই যুবক নিজের কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রীকে চড় মারেন। এই হামলার পিছনে রাজনৈতিক ষড়যন্ত্র আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার নিন্দা করে কংগ্রেসও দিল্লিতে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে। প্রশ্ন উঠছে যেখানে খোদ দিল্লির মুখ্যমন্ত্রী নিরাপদ নন তাহলে দিল্লিতে সাধারণ মহিলারা কতটা নিরাপদ?
আপাতত হামলার পর জনশুনানিতে আসা সকলকেই জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। হামলাকারী যুবক একা এসেছিলেন নাকি সঙ্গে কেউ ছিলেন সেটা জানার চেষ্টা চলছে। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্নচিহ্ন ফেলছে এই ঘটনা।