প্রতিবেদন : দিল্লিতে (Delhi) বিজেপি প্রার্থী (BJP) জব ফেয়ারের নামে কোথাও কোনও ক্যাম্প করা চলবে না। কারও নামও রেজিস্ট্রেশন করা যাবে না। সাফ জানিয়ে দিল নির্বাচন কমিশন। আপের পক্ষ থেকে কমিশনের অভিযোগ করা হয়, বিজেপি প্রার্থী পরবেশ বর্মা নতুন দিল্লির কেন্দ্রে বিভিন্ন জায়গায় বুধবার জব ফেয়ারের আয়োজন করছেন।
আরও পড়ুন-কুৎসার জবাব দিল তৃণমূল
দিল্লির কর্মহীন তরুণ-তরুণীদের দেশের সুপ্রতিষ্ঠিত ৫০টি সংস্থায় চাকরির দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন। আপ সুপ্রিমও অরবিন্দ কেজরিওয়াল কমিশনে লিখিত অভিযোগ করেন, ভোটের আগে টাকা বিলি ও চাকরির প্রতিশ্রুতি দিয়ে অবৈধভাবে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে বিজেপি। এর প্রতিকার দাবি করেন কেজরিওয়াল।