হেফাজত বাড়ল ২৬/১১ মুম্বই হামলার মূল চক্রী তাহাউর হুসেন রানার (Tahawwur Rana)। সোমবার আরও ১২ দিন এনআইএ হেফাজতের নির্দেশ দিলেন দিল্লির এনআইএ আদালতের বিচারক চন্দর জিৎ সিং। একইসঙ্গে আদালত জানিয়ে দিয়েছে, এনআইএ আধিকারিকদের উপস্থিতিতে একদিন অন্তর আইনজীবীদের সঙ্গে দেখা করতে পারবেন রানা। প্রতিদিন তাঁর স্বাস্থ্যপরীক্ষারও নির্দেশ দেওয়া হয়েছে।
সম্প্রতি পরিবারের সঙ্গে কথা বলার আর্জি নিয়ে দিল্লির বিশেষ এনআইএ আদালতে আবেদন করেছিল রানা। এনআইএ-র দাবি, রানার মতো জঙ্গিকে ফোনে কথা বলতে দেওয়া অত্যন্ত বিপজ্জনক। গোপন তথ্য ফাঁস করে দিতে পারে। এনআইএ-র আপত্তিতে সেই আবেদন খারিজ করে দেয় দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট।
আরও পড়ুন- প্রবেশপথেই তিন দীপস্তম্ভ পুরীর মতো চার দ্বারও
রানার বিরুদ্ধে ষড়যন্ত্র, সন্ত্রাসবাদ, জালিয়াতি এবং রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার মতো গুরুতর অভিযোগে মামলা রয়েছে। তবে আদালত মনে করিয়েছে, রানাকে শুধুমাত্র সেই অপরাধগুলির জন্যই বিচারের মুখোমুখি করা যাবে, যেগুলি ভারত ও আমেরিকার প্রত্যর্পণ চুক্তিতে অনুমোদিত।
রানা (Tahawwur Rana) আমেরিকার হাতে আসার ১৬ বছর পর তাকে ভারতের হাতে তুলে দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগে রানাকে ১৮ দিনের হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল। ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বইয়ের আটটি গুরুত্বপূর্ণ জায়গায় হামলা চালায় পাকিস্তানের লস্কর-ই-তৈবা জঙ্গিরা। এই হামলায় ১৬৬ জন নিহত হন এবং বহু মানুষ আহত হন।
বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…
‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…