কেজরিকে দেওয়া জামিন খারিজ দিল্লি হাইকোর্টের! থাকতে হবে জেলেই

Must read

জামিন মিলল না দিল্লির মুখ্যমন্ত্রীর। দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের নির্দেশের উপর স্থগিতাদেশ দিল দিল্লি হাইকোর্ট। ফলে আপতত তিহাড়েই থাকতে হবে অরবিন্দ কেজরিওয়ালকে (Arvind Kejriwal)।

২০ জুন নিম্ন আদালতের বিচারক ন্যায় বিন্দু আপ সুপ্রিমোর জামিন মঞ্জুর করেন। তবে জেল থেকে কেজরির (Arvind Kejriwal) মুক্তি রুখতে শুক্রবার সকালে দিল্লি হাই কোর্টে গিয়েছিল ইডি। শুক্রবারই তাঁর জামিনে সাময়িক স্থগিতাদেশ দেয় দিল্লি হাই কোর্ট। জামিন মেলার পরেও কেন জেল থেকে মুক্তি নয়, এই দাবি জানিয়ে ২৩ জুন দিল্লি হাই কোর্টের বিরোধীতায় দেশের সর্বোচ্চ আদালতে গিয়েছিলেন কেজরি। তবে হাইকোর্টের রায়ের আগে সুপ্রিম কোর্ট এই মামলায় হস্তক্ষেপ করেনি। মঙ্গলবার দিল্লি হাইকোর্ট জানিয়ে দিল, আপাতত জেলেই থাকতে হবে দিল্লির মুখ্যমন্ত্রীকে।

আরও পড়ুন- দুন এক্সপ্রেসে দুষ্কৃতী তাণ্ডব! কোথায় যাত্রী নিরাপত্তা?

গত ২১ মে ইডি গ্রেফতার করেছিল দিল্লির মুখ্যমন্ত্রীকে। কিন্তু লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে দলের হয়ে প্রচারের সুযোগ দিয়ে তাঁকে অন্তর্বর্তী জামিন দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই জামিনের মেয়াদ শেষের পর গত ২ জুন আত্মসমর্পণ করেন কেজরিওয়াল। কিন্তু বৃহস্পতিবার ১ লক্ষ টাকার বন্ডে তাঁর জামিন হলেও আপাতত জেলমুক্তি হচ্ছে না তাঁর।

 

Latest article