প্রতিবেদন : ইডেন থেকে আইপিএল ফাইনাল সরছেই। এমনকী প্লে অফও পাচ্ছে না কলকাতা। ওই সময় বৃষ্টির পূর্বাভাস কলকাতার আশায় জল ঢেলেছে। যদিও ইডেনে যে আইপিএলের পরবর্তী ধাপের ম্যাচ হচ্ছে না সেটা আগেই খবর হয়েছিল। সিএবি তবু ফাইনাল পাওয়ার চেষ্টা করছে। কিন্তু যা খবর, এখানে ফাইনাল হচ্ছে না।
প্লে অফের জন্য মুম্বই ও আমেদাবাদ আগে থেকেই দৌড়ে ছিল। এখন নতুন করে ঢুকে পড়েছে দিল্লি। এর আগে বোর্ড নতুন করে লিগের বাকি ম্যাচের সূচি ঘোষণা করেছিল। তাতে ছয় ভেনুর নাম থাকলেও ছিল না ইডেন। ফলে আগেই দৌড় থেকে ছিটকে গিয়েছিল কলকাতা। যদিও কেকেআর ও আরসিবি ম্যাচ দিয়ে নতুন করে আইপিএল শুরু হচ্ছে ১৭ মে, শনিবার হায়দরাবাদে।
আরও পড়ুন-ক্ষুব্ধ শামি, পাশে বোর্ড
এখনও পর্যন্ত যা পরিস্থিতি তাতে ৩ জুন ফাইনাল হতে পারে আমেদাবাদে। আবহাওয়ার পূর্বাভাস বলছে প্লে অফ ও ফাইনালের দিন দিল্লি, মুম্বই ও আমেদাবাদের আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকবে। কিন্তু ওই সময় কলকাতায় বৃষ্টির ভালরকম সম্ভাবনা রয়েছে। বোর্ডের একটি সূত্র জানিয়েছে, ৩ জুন বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলেই ফাইনাল কলকাতায় করা যাবে না। কিন্তু ওই দিন দিল্লি, মুম্বই ও আমেদাবাদে বৃষ্টির পূর্বাভাস নেই।
নতুন সূচিতে কোয়ালিফায়ার ১ ও ২ হবে যথাক্রমে ২৯ মে ও ১ জুন। এলিমিনেটর হবে ৩০ মে। আর ফাইনাল হবে ৩ জুন। শোনা যাচ্ছে কোয়ালিফায়ার ২ ও ফাইনাল হতে চলেছে আমেদাবাদে। ২৭ মে লিগের খেলা শেষ হওয়ার পর ২৯শে শুরু হবে প্লে-অফ। বোর্ড সচিব দেবজিৎ শাইকিয়া জানিয়েছেন, লিগের খেলা শেষ হওয়ার পরই প্লে-অফ ও ফাইনালের ভেনু ঘোষণা করা হবে। তবে ঘোষণা হলেও ভেনু যে আগেই ঠিক হয়ে থাকবে, সেটা বলাই বাহুল্য। না হলে একদিনের মধ্যে লজিস্টিক সমস্যা সামলে ওঠা কঠিন।