জাতীয়

বৃষ্টি ও ধুলোঝড়ে লন্ডভন্ড দিল্লি, মৃত ৬

তীব্র দাবদাহের পর মাত্র কয়েক ঘন্টার ধুলোঝড়, বৃষ্টি ও শিলাবৃষ্টির ফলে বিপর্যস্ত দিল্লি (Delhi)। বুধবার সন্ধ্যা থেকে বৃষ্টি শুরু হয় দিল্লি এবং সংলগ্ন এলাকায়। ঝড়ের ফলে ৭.৩০ নাগাদ লোধি রোড এলাকায় ভেঙে পড়ে একটি বিদ্যুতের খুঁটি। এর ফলেই প্রতিবন্ধী এক ব্যক্তির মৃত্যু হয়। লোকটির পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। সূত্রের খবর, উত্তর-পূর্ব দিল্লির গোকুলপুরীতে মাথায় গাছ ভেঙে পড়ে মৃত্যু হয়েছে ২২ বছরের এক যুবকের। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। আহত হয়েছেন প্রায় ১১ জন। মুখার্জি নগরে, একটি পুরোনো ওভারব্রিজের গ্রিলের একটি অংশ পড়ে যায়, যার ফলে কমপক্ষে ছয়জন আহত হন। কাশ্মীরি গেট এলাকায় একটি বারান্দা ধসে ৫৫ বছর বয়সী একজন আহত হন। মঙ্গলপুরীতে একটি বারান্দা ধসে এক মহিলা সহ চারজন আহত হয়েছেন। এই অবস্থায় যান চলাচল থেকে শুরু করে বিমান পরিষেবা, সবই ব্যাহত।

আরও পড়ুন-সরকারি প্রতিষ্ঠানে তল্লাশি অভিযান নিয়ে সুপ্রিম কোর্টে ভর্ৎসিত ইডি

বুধবার সন্ধ্যায় হঠাৎ প্রায় ৮০ কিমি বেগে তুমুল ধুলোঝড় শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই শুরু হয় ব্যাপক বৃষ্টি। অনেকে ফ্লাইওভারে গাড়ি নিয়েই দাঁড়িয়ে পড়েন যার ফলে তীব্র যানজট শুরু হয়। একের পর এক গাছ উপড়ে পড়ে ও ভেঙে পড়ে একাধিক হোর্ডিং। সকাল ২:৩০ থেকে ৮:৩০ টার মধ্যে ৭৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে, যা গত এক দশকের মধ্যে মে মাসের প্রথম সপ্তাহে সর্বোচ্চ বৃষ্টিপাত। এই বৃষ্টির ফলে স্বাভাবিকভাবেই দিল্লি-নয়ডা, দিল্লি-গাজিয়াবাদ এবং দিল্লি-গুরুগ্রামের মতো প্রধান রুটে জল জমে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই সংক্রান্ত বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে। দেখা গেছে, মথুরা রোডে একটি পার্ক করা গাড়ির উপর গাছ পড়ে এবং একটি চলন্ত গাড়ির উপর গাছ ভেঙে পড়ছে।

আরও পড়ুন-আমেরিকায় ইজরায়েলি দূতাবাসে দুষ্কৃতী হামলা! মৃত ২ কর্মী

এদিনের এই ধুলোঝড়, শিলাবৃষ্টির জেরে দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান পরিষেবাও ব্যাহত হয়। বুধবার ১৩টি বিমান দিল্লিতে অবতরণ করতে পারেনি। তারমধ্যে ১২টি বিমান জয়পুরে অবতরণ করে। ভারী বৃষ্টির জন্য রাস্তায় জল জমায় যান চলাচল ব্যাহত হয়। কয়েক ঘণ্টা দিল্লি জুড়ে বিদ্যুৎ পরিষেবাও বন্ধ ছিল। দিল্লি মেট্রোর ওভারহেড তার ক্ষতিগ্রস্ত হওয়ায়, কয়েক ঘণ্টা মেট্রো পরিষেবাও বন্ধ ছিল এবং সমস্যার মুখে পড়তে হয় নিত্যযাত্রীদের। শহরের বেশ কয়েকটি অংশে ঝড়ের কারণে গাছ এবং বিদ্যুতের খুঁটি তারের উপর পড়ে যাওয়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে, বিদ্যুৎস্পৃষ্ট হওয়া রোধ করতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিতে হয়েছে।

আরও পড়ুন-তিস্তা নদীর তীরে শতাধিক হাতির হানা, তাড়াতে গিয়ে দুই যুবকের মৃত্যু

জানা গিয়েছে, এদিনের এই স্বল্প সময় ঝড়ের ফলে বিপুল পরিমান ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নয়ডার মতো অঞ্চলের অন্যান্য অংশেও হোর্ডিং উড়ে গেছে। গ্রেটার নয়ডার ওমিক্রনে, গ্রিল পড়ে একজন মহিলার মৃত্যু হয়েছে। তার নাতি আহত হয়েছে। এনটিপিসি টাউনশিপে একজন শিক্ষক, সন্ধ্যায় হাঁটতে বের হচ্ছিলেন যখন ঝড়ে একটি গাছ তার উপর পড়ে, যার ফলে তিনি মাথায় চোট পান।

Jago Bangla

Recent Posts

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

13 minutes ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

17 minutes ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

26 minutes ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

31 minutes ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

40 minutes ago

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

1 hour ago