প্রতিবেদন : দিল্লি সরকারের সঙ্গে উপরাজ্যপালের (LG) সংঘাত এবার চরম আকার নিল। দিল্লির উপরাজ্যপাল ভি কে সাক্সেনার (V K Saxena) ফরমানে চাকরি গেল ৪০০ জন বিশেষজ্ঞর। এই ঘটনায় অসম্ভব ক্ষুব্ধ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সাক্সেনার পদক্ষেপের বিরুদ্ধে আদালতে যাওয়ার হুমকি দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী (Delhi CM Arvind Kejriwal)। দিল্লি সরকারের বিভিন্ন বিভাগ এবং সংস্থায় ফেলো, উপদেষ্টা, পরামর্শদাতা হিসাবে এই ৪০০ জন বিশেষজ্ঞ যুক্ত ছিলেন।
আরও পড়ুন: মণিপুরের সমস্যায় ধৃতরাষ্ট্রের ভূমিকা নিয়েছেন মোদি
উপরাজ্যপালের (V K Saxena) পদক্ষেপের পর আপ সরকারের তরফে জানানো হয়েছে, সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাবে সরকার। উপরাজ্যপাল দিল্লিকে ধ্বংস করতে মরিয়া হয়েছেন। শুধুমাত্র দিল্লি সরকারের সঙ্গে কাজ করার জন্যই এই প্রতিভাবান ৪০০ জনকে চাকরি হারাতে হল। প্রশাসনিক ক্ষমতা ও আমলাতন্ত্রের রাশ কার হাতে থাকবে তা নিয়ে দিল্লির আপ সরকার ও উপরাজ্যপালের মধ্যে দীর্ঘ সংঘাত চলছে। অন্যদিকে উপরাজ্যপাল ভি কে সাক্সেনার অভিযোগ, আপ সরকার অনৈতিকভাবে উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া বেআইনি নিয়োগ করেছিল।