বাটলার বিক্রমে দিল্লির হার, বিতর্ক

ব্যাট ধরলেই সেঞ্চুরি! চলতি আইপিএলে এমনই দাপট দেখাচ্ছেন জস বাটলার। শুক্রবার আরও একটি সেঞ্চুরি ইংরেজ ব্যাটারের।

Must read

মুম্বই, ২২ এপ্রিল : ব্যাট ধরলেই সেঞ্চুরি! চলতি আইপিএলে এমনই দাপট দেখাচ্ছেন জস বাটলার। শুক্রবার আরও একটি সেঞ্চুরি ইংরেজ ব্যাটারের। এবারের আইপিএলে তৃতীয়। আর তাতেই ধরাশায়ী দিল্লি ক্যাপিটালস। বাটলার (১১৬) সংহারে প্রথমে ব্যাট করে রাজস্থান করে ২২২ রান। জবাবে অধিনায়ক ঋষভ পন্থ (৪৪), পৃথ্বী শ (৩৭), রোভমান পাওয়েলের (অপরাজিত ৩৬) ব্যাটে দিল্লি লড়াই করলেও রয়্যালসের বড় স্কোর টপকানো সম্ভব হয়নি। শেষ ওভারে দিল্লির দরকার ছিল ৩৬ রান। প্রথম তিন বলে তিনটি ছক্কা হাঁকান রভমান পাওয়েল। এই সময় দিল্লির একটি নো বলের আবেদন নাকচ করে দেন আম্পায়ার। তাতেই অসন্তুষ্ট দিল্লি অধিনায়ক ব্যাটারদের মাঠ ছাড়তে বলেন। যদিও তা হয়নি। এর পরই তাল কেটে যায়। শেষ তিন বলে আর ছয় হল না। ম্যাচ ১৫ রানে হারল দিল্লি। জিতে পয়েন্ট টেবলে শীর্ষে উঠে এল রাজস্থান। রাজস্থানের হয়ে প্রসিধ কৃষ্ণ ৩ উইকেট নিয়ে সব থেকে সফল বোলার। ম্যাচের সেরা বাটলার।

আরও পড়ুন-কেন্দ্রের অসহযোগ মোকাবিলায় রাজ্য

প্রথমে ব্যাট করে রাজস্থানের ওপেনিং জুটিতেই ওঠে ১৫৫ রান। সঙ্গী দেবদূত পারিক্কলকে নিয়ে শুরু থেকে ঝড় তোলেন বাটলার। ইংলিশ ওপেনার দিল্লির কোনও বোলারকেই রেয়াত করেননি।ওয়াংখেড়ের বাইশ গজে রুদ্রমূর্তি ধারণ করে চার, ছক্কার সুনামি আনেন দাপুটে ইংরেজ ব্যাটার। মাত্র ৬৫ বলে ১১৬ রান করেন বাটলার। মারেন ৯টি বাউন্ডারি ও সমসংখ্যক ওভার বাউন্ডারি। ৩৫ বলে ৫৪ রান করেন দেবদূত। রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন ৪৬ রানে অপরাজিত থাকেন। বাটলার বিক্রমেই নির্ধারিত ২০ ওভারে দু’শোর উপর রান তুলতে সক্ষম হয় রাজস্থান।

Latest article