প্রতিবেদন : আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি যশোবন্ত সিনহার নাম বিরোধী প্রার্থী হিসেবে সমর্থন করেছে সিপিআইএম। এরপরই আলিমুদ্দিনকে এবিষয়ে কড়া ভাষায় সতর্ক করে দিল সিপিআইএমের শীর্ষ নেতৃত্ব। রাজ্য সিপিআইএম-এর তরফে বিরোধীদের রাষ্ট্রপতি পদপ্রার্থী নিয়ে যেন কোনও নেতিবাচক মন্তব্য না করা হয়। তা মনে করিয়ে দিয়ে বার্তা দিল কেন্দ্রীয় নেতৃত্ব। এর আগে রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী জোটের সর্বসম্মত প্রার্থী হন যশোবন্ত সিনহা।
আরও পড়ুন-বন্যায় ভাসছে অসম, মুখ্যমন্ত্রী ব্যস্ত ঘোড়া কেনাবেচায়, বিস্ফোরক অভিযোগ তৃণমূলের
মঙ্গলবার, দিল্লিতে বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়, সেই বৈঠকে উপস্থিত ছিলেন সিপিআইএম-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। তারপরই প্রার্থী নিয়ে আলিমুদ্দিনকে চুপ করে থাকার নির্দেশ দিলেন ইয়েচুরিরা। মঙ্গলবারের বৈঠকে বাম, কংগ্রেস, আরজেডি-সহ ১৮টি বিরোধী দল মিলিত ভাবে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি যশোবন্ত সিনহার নাম সমর্থন করে। বিজেপি বিরোধী জোটের রাষ্ট্রপতি পদপ্রার্থী চূড়ান্ত করতে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে যে প্রথম বৈঠক ডাকেন, সেখানে সিপিআইএমের প্রতিনিধি উপস্থিত ছিলেন। তা নিয়ে দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির সিদ্ধান্তের বিরোধিতা করেছিল বঙ্গ সিপিআইএম। রাজ্যসভায় দলের নেতা এলমারাম করিমকে প্রতিনিধি হিসাবে বৈঠকে পাঠিয়েছিলেন সিপিআইএম। মঙ্গলবারের বৈঠকে অবশ্য কংগ্রেসের মল্লিকার্জুন খাড়গে, জয়রাম রমেশের সঙ্গে উপস্থিত ছিলেন সীতারাম ইয়েচুরি।
আরও পড়ুন-রহস্যের অপর নাম টা-প্রহম
সিপিআইএমের কেন্দ্রীয় নেতৃত্বের যুক্তি, যশোবন্ত সিনহা আনুষ্ঠানিক ভাবে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সহ-সভাপতির পদ ছেড়ে দেওয়ার পরই তাঁকে সমর্থন করা হয়েছে। তাই নীতিগত ভাবে কোনও ভুল হয়নি। বিজেপির সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে সব বিরোধী দলগুলি মিলে একজন প্রার্থীকে সমর্থন করেছে৷ ফলে এ কে গোপালন ভবন কোনও ভুল করেনি বলেই দাবি সিপিআইএমের। এখন আলমুদ্দিনকেও সেই রাস্তায় হাঁটার নির্দেশ দিলেন ইয়েচুরিরা।