প্রতিবেদন : তৃতীয়বার দিল্লির মেয়র নির্বাচনের (Delhi Mayor Election) তারিখ ঘোষণা করা হল। ৬ ফেব্রুয়ারি দিল্লি পুরসভার (Delhiu Municipality) বিশেষ অধিবেশন ডাকার নির্দেশ দিয়েছেন উপরাজ্যপাল বিনয় সাক্সেনা। ওই দিনই দিল্লির পুরনিগমের মেয়র, ডেপুটি মেয়র (Deputy Mayor) ও স্ট্যান্ডিং কমিটির ছয় সদস্য নির্বাচিত হবেন। এর আগে উপরাজ্যপাল জানিয়েছিলেন, ১০ ফেব্রুয়ারি দিল্লির মেয়র নির্বাচন হবে। কিন্তু দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল উপরাজ্যপালের ওই তারিখ মানতে অস্বীকার করেন। তিনি পাল্টা বলেন, চলতি মাসের ৩, ৪ বা ৬ তারিখের মধ্যে যে কোনও দিন মেয়র নির্বাচন (Delhi Mayor Election) করা হোক। শেষ পর্যন্ত কেজরির সুপারিশেই সিলমোহর দিলেন উপরাজ্যপাল। উল্লেখ্য, এর আগে বিজেপি ও আম আদমি পার্টির কাউন্সিলরদের মধ্যে লড়াইয়ের কারণে দু’বার মেয়র নির্বাচন ভেস্তে গিয়েছিল। ৬ ফেব্রুয়ারি সুষ্ঠুভাবে মেয়র নির্বাচন হয় কি না সেদিকে সকলের নজর থাকবে। উল্লেখ্য, ডিসেম্বর মাসের নির্বাচনে দিল্লি থেকে বিজেপিকে (BJP) কার্যত উড়িয়ে দিয়ে পুরনিগমে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল আপ। মেয়র পদে জেতা সম্ভব নয়, বুঝে বিজেপি মেয়র নির্বাচন ভণ্ডুল করে দিয়েছিল। মূলত বিজেপির বাধার কারণেই দু’বার মেয়র নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হলেও শেষ পর্যন্ত তা হয়নি। আপের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, নির্বাচনে জিততে না পেরে ঘুরপথে দিল্লির পুরসভার ক্ষমতা দখল করতে চাইছে বিজেপি। উপরাজ্যপাল সাক্সেনা বিজেপির কথামতোই কাজ করছেন।
আরও পড়ুন-আদানি গোষ্ঠীর বন্ড নেওয়া বন্ধ আন্তর্জাতিক বিনিয়োগ ব্যাঙ্কের