কাজ না হওয়ার প্রতিবাদে ভোট বয়কট দিল্লি পুরনিগমে

Must read

নয়াদিল্লি : বিশ্বের সর্ববৃহৎ সংসদীয় গণতন্ত্রের দেশ ভারত। সেই দেশের রাজধানী দিল্লিতে রবিবার অনুষ্ঠিত হল পুরভোট। কিন্তু রবিবার দিল্লির পুরভোটে (Delhi municipal vote) ভোট নিয়ে উঠল একের পর এক অভিযোগ। এদিন ভোট দিলেন না কাটোয়ারা গ্রামের মানুষ। ভোট বয়কট করেছেন তাঁরা। গ্রামের লোকজন বলছেন, গ্রামে রাস্তা, নর্দমার মতো মৌলিক সুবিধা না থাকায় তাঁরা দিল্লি পুর নির্বাচন বয়কট করেছেন। গ্রামবাসীরা বলছেন, তাঁদের সমস্যা না মেটা পর্যন্ত তাঁরা ভোট দেবেন না। ভোট বয়কটের পাশাপাশি ভোট দিতে গিয়ে অনেকেই হেনস্থার শিকার হয়েছেন। অনেকেই পোলিং বুথের সন্ধানে দিনভর হন্যে হয়ে ঘুরেছেন। রবিবার দিল্লি পুরনিগমের নির্বাচনে বেশ কিছু জায়গায় অভিযোগ উঠেছে, পরিবারের একজন সদস্য ভোট দিতে পারলেও অন্যদের নাম ভোটার তালিকায় নেই। রাজনৈতিক মহল মনে করছে, বিজেপি এবার পুরনিগমের ক্ষমতা ধরে রাখতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ আছে। সকলে যদি নির্ভয়ে ভোট দিতে পারতেন তা হলে নিশ্চিতভাবেই বিজেপি এবার দিল্লি পুরনিগমের ক্ষমতা হারাত।
দিল্লির পুরনিগমের ২৫০টি ওয়ার্ডে নির্বাচন হয়। ভোট (Delhi municipal vote) গ্রহণ শুরু হয় সকাল ৮টায়। বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ভোট নেওয়া হয়। এদিন বিক্ষিপ্ত কিছু সংঘর্ষের খবরও মিলেছে। শেষ পর্যন্ত ভোট পড়েছে প্রায় ৫০ শতাংশ।

আরও পড়ুন-আবার যোগীরাজ্য! ধর্ষণ করে খুন ২ নাবালিকা

Latest article