নয়াদিল্লিতে পদপিষ্টের ঘটনায় মৃত ১৮ জনের নাম প্রকাশ করল দিল্লি পুলিশ

শনিবার রাতে নয়াদিল্লি স্টেশনে কুম্ভযাত্রীদের ভিড়ে এবং পরপর কয়েকটি ট্রেন বাতিলের ফলে পদপিষ্টের পরিস্থিতি তৈরি হয়।

Must read

নয়াদিল্লি (New Delhi) স্টেশনে শনিবার রাতে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যু হয়েছে। যদিও রেল সেই কথা স্বীকার করতে নারাজ। এদিনের ঘটনায় আহতেরা এখনও হাসপাতালে চিকিৎসাধীন। আজ, রবিবার সকালে মৃত এই ১৮ জনের নাম এবং পরিচয় প্রকাশ্যে এনেছে দিল্লি পুলিশ (Delhi Police)। মৃতেরা অধিকাংশ বিহার (ন’জন), বা দিল্লির বাসিন্দা (আট জন)। এক জন আছেন হরিয়ানার বাসিন্দা। সাত বছরের শিশু থেকে ৭৯ বছরের বৃদ্ধা সব বয়সের মানুষ আছেন তালিকায়।

আরও পড়ুন-আজ আরও ১৫৭ অবৈধবাসী ভারতীয়কে নিয়ে পঞ্জাবে নামার সম্ভাবনা

এই ১৮ জনের মধ্যে কিছু মানুষ কুম্ভ থেকে স্নান সেরে ফিরছিলেন, আবার কেউ কুম্ভের দিকে যাচ্ছিলেন। শনিবার রাতে নয়াদিল্লি স্টেশনে কুম্ভযাত্রীদের ভিড়ে এবং পরপর কয়েকটি ট্রেন বাতিলের ফলে পদপিষ্টের পরিস্থিতি তৈরি হয়। ১২ নম্বর প্ল্যাটফর্ম থেকে প্রয়াগরাজ স্পেশ্যাল ছাড়ার কথা ছিল। হঠাৎ ঘোষণা করা হয় ১৬ নম্বর প্ল্যাটফর্ম থেকে সেটা ছাড়বে। ১২ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ধরার জন্য যাঁরা দাঁড়িয়েছিলেন এবং যাঁরা স্টেশনের বাইরে দাঁড়িয়েছিলেন, তাঁরা ১৬ নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার চেষ্টা করেন। এর ফলেই শুরু হয় ধাক্কাধাক্কি। অনেকেই ফুটব্রিজে ওঠার সিঁড়ি, এসকালেটরে হুমড়ি খেয়ে পড়ে যান। রেলের তরফে ক্ষতিপূরণের কথা ঘোষণা করা হয়েছে। যাঁদের আঘাত গুরুতর, তাঁরা আড়াই লক্ষ এবং যাঁদের আঘাত ছোট, তাঁরা এক লক্ষ টাকা করে ক্ষতিপূরণ পাবেন। তদন্তের জন্য দুই সদস্যের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে রেল।

আরও পড়ুন-সকাল থেকে টিকিট কাউন্টার বন্ধ থাকায় স্টেশনে ভোগান্তির শিকার যাত্রীরা

দিল্লি পুলিশের তালিকা অনুযায়ী মৃতেরা হলেন:

পুনম দেবী (৪০, সারণ, বিহার)
আহা দেবী (৭৯, বক্সার, বিহার)
ললিতা দেবী (৩৫, পটনা, বিহার)
সুরুচি (১১, মুজফ্‌ফরপুর, বিহার)
কৃষ্ণা দেবী (৪০, সমস্তিপুর, বিহার)
বিজয় শাহ (১৫, সমস্তিপুর, বিহার)
নীরজ (১২, বৈশালী, বিহার)
শান্তি দেবী (৪০, নওয়াদা, বিহার)
পূজা কুমার (৮, নওয়াদা, বিহার)
পিঙ্কি দেবী (৪১, সঙ্গম বিহার, দিল্লি)
শীলা দেবী (৫০, সরিতা বিহার, দক্ষিণ-পূর্ব দিল্লি)
ব্যোম‌ (২৫, বাওয়ানা, উত্তর-পশ্চিম দিল্লি)
পুনম (৩৪, মহাবীর এনক্লেভ, দিল্লি)
মমতা ঝা (৪০, নাঙ্গলোই, পশ্চিম দিল্লি)
রিয়া সিংহ (৭, সাগরপুর, দিল্লি)
বেবি কুমারী (২৪, বিজওয়াসন, দিল্লি)
মনোজ (৪৭, নাঙ্গলোই, পশ্চিম দিল্লি)
সঙ্গীতা মালিক (৩৪, ভিওয়ানি, হরিয়ানা)

Latest article