কৃষকদের সংসদ অভিযান রুখতে নাকাল দিল্লি পুলিশ

Must read

প্রতিবেদন: কৃষকদের আন্দোলন (Farmers Protest) সামাল দিতে সোমবার রীতিমতো হিমশিম খেতে হল অমিত শাহর দিল্লি পুলিশকে। কার্যত অচল হয়ে গেল দিল্লিমুখি সব পথ। ৫ দফা দাবির ভিত্তিতে সোমবার সংসদ ভবন অভিযানের ডাক দিয়েছিল ভারতীয় কিসান পরিষদ। মূল দাবি ছিল, নতুন ৩ কৃষি আইনের আওতায় আনতে হবে কৃষকদের ক্ষতিপূরণ এবং অন্যান্য সুযোগসুবিধা। দুপুরে নয়ডার মহামায়া উড়ালপুল থেকে হেঁটে এবং ট্রাক্টরে চেপে মিছিল করে কৃষকদের এগিয়ে যাওয়ার কথা ছিল সংসদ ভবনের উদ্দেশে। কিন্তু নয়ডা-দিল্লি সীমানায় পুলিশের ব্যারিকেডে থমকে দাঁড়ায় মিছিল। শুরু হয় ধাক্কাধাক্কি, বচসা। ব্যারিকেড টপকে কয়েকজন আন্দোলনকারী (Farmers Protest) এগিয়ে যাওয়ার চেষ্টা করলে উত্তেজনা তুঙ্গে ওঠে। রাস্তাতেই বসে পড়েন আন্দোলনকারীরা। পরে কৃষকনেতা সুখবীর খলিফার সঙ্গে পুলিশের বৈঠকের পরে সরে যান আন্দোলনকারীরা। দাবিপূরণের জন্য কেন্দ্রকে এক সপ্তাহ সময় দিয়েছেন আন্দোলনকারীরা। এদিকে এদিনই সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, কৃষক আন্দোলনের নামে অবরুদ্ধ করা চলবে না মহাসড়ক। সাধারণ মানুষের কোনও অসুবিধাও করা যাবে না। শীর্ষ আদালতের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চের পর্যবেক্ষণ, শান্তিপূর্ণ প্রতিবাদ করা যেতেই পারে, এটা কৃষকদের গণতান্ত্রিক অধিকার। কিন্তু তা অবশ্যই দায়িত্বশীলভাবে করতে হবে।

আরও পড়ুন- ১৫ ডিসেম্বর জগন্নাথ মন্দিরের কাজ দেখতে যাবেন মুখ্যমন্ত্রী

Latest article