প্রতিবেদন: বেনজির দূষণে হাসফাঁস দিল্লি। দেশের দূষণের সর্বোচ্চ মান ৫০০ পার করে দিল্লির দূষণের মাত্রা কোথাও কোথাও এখন দেড় হাজার। এর ফলে স্কুল-কলেজের পর কোপ পড়ল সরকারি কর্মচারীদের উপর। বুধবার থেকেই রাজধানী শহরে সরকারি কর্মীদের ৫০ শতাংশ ওয়ার্ক ফর্ম মোডে কাজ করবেন, জারি হল নির্দেশিকা।
দিল্লির দূষণ নিয়ন্ত্রণে এখনও পর্যন্ত নেওয়া পদক্ষেপ অনুযায়ী দূষণ নিয়ন্ত্রণে বিএস থ্রি পেট্রোল এবং বিএস ফোর ডিজেল গাড়ি নিষিদ্ধ হয়েছে।
আরও পড়ুন-চায়ের দোকানে বইবাগান, বর্তমান প্রজন্মকে টানতে সুদীপের অভিনব উদ্যোগ
প্রায় ২২৩৪ পুরনো গাড়ি নিষিদ্ধ হয়েছে। রাজধানী শহরে বড় ট্রাকের ঢোকা নিষিদ্ধ করা হয়েছে।হাইওয়ে বা ফ্লাইওভার জাতীয় কোন নির্মাণ বা ভাঙার কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও দিল্লির পুরনো অড ইভেন পদ্ধতিতে গাড়ি চালানো নির্দেশ জারি হয়েছে। বন্ধ হয়েছে স্কুল। সব পড়াশোনা হচ্ছে অনলাইনে। কলেজ ও বিশ্ববিদ্যালয় স্তরের পড়াশোনাও অনলাইনে শুরু হয়েছে। এবার সরকারি কর্মীদের ৫০ শতাংশ ওয়াক ফ্রম মোডে কাজ করবেন। দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই এবিষয়ে নির্দেশিকা জারি করেছেন। বেসরকারি সংস্থাও এই পদ্ধতি অবলম্বন করতে পারে।