চিত্তরঞ্জন খাঁড়া: দুপুর থেকে ইএম বাইপাসের দখল নিয়েছিলেন মহামেডান সমর্থকেরা। নিয়মরক্ষার ম্যাচ জিতে ফুটবলারদের সঙ্গেই যুবভারতী থেকে ময়দানের ক্লাব তাঁবুতে এসে আই লিগ ট্রফি জয়ের উৎসবে শামিল হতে চেয়েছিলেন তাঁরা। সন্ধ্যা ছ’টায় ম্যাচ শুরুর অনেক আগে থেকেই যুবভারতীমুখো হয়েছিলেন সমর্থকরা। কিন্তু আগেই চ্যাম্পিয়ন হওয়ার হ্যাংওভার শেষ ম্যাচে থাবা বসাল টিমের পারফরম্যান্সে। শনিবার যুবভারতীতে প্রায় ৪০ হাজার দর্শকের সামনে নিয়মরক্ষার ম্যাচ হেরে যাওয়ায় উৎসবের রং কিছুটা ফিকে হল। দিল্লি এফসি ৩-১ গোলে হারাল মহামেডানকে। ম্যাচের আগে ইয়ান ল’র টিম চ্যাম্পিয়নদের গার্ড অফ অনার দিয়েছিল। কিন্তু কিক-অফের পর কোনও সৌজন্য দেখায়নি দিল্লি। চোট, কার্ড সমস্যায় প্রথম দলের ছ’জন ফুটবলার না থাকার অভাবও টের পেল আন্দ্রে চেরনিশভের দল।
আরও পড়ুন-নেত্রীর সিদ্ধান্তে উচ্ছ্বাস উত্তরে
ম্যাচের পর মহামেডান অধিনায়ক সামাদ আলি মল্লিকের হাতে আই লিগ চ্যাম্পিয়নের ট্রফি তুলে দেন এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে। সঙ্গে ছিলেন আইএফএ চেয়ারম্যান সুব্রত দত্ত, প্রাক্তন ফুটবলার সাব্বির আলি। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ট্রফি প্রদান অনুষ্ঠানে না থাকলেও মাঠে গিয়ে অভিনন্দন জানিয়েছেন মহামেডান কর্তাদের। চ্যাম্পিয়নের পদক পরিয়ে দেওয়া হয় কোচ, ফুটবলার, সাপোর্ট স্টাফদের গলায়। চ্যাম্পিয়ন টিমের পুরস্কারমূল্য হিসেবে মহামেডান পেল এক কোটি টাকা। ট্রফি নিয়ে মাঠেই সেলিব্রেশনে মেতে ওঠেন ফুটবলাররা। ট্রফি নেওয়ার সময় সামাদ, অ্যালেক্সিস গোমেজ, ডেভিড লাললানসাঙ্গাদের পরনে ছিল ‘আই লিগ চ্যাম্পিয়ন’ লেখা কালো রঙের টি-শার্ট। ফুটবলারদের সঙ্গেই উচ্ছ্বাসে ভেসে যান ক্লাব ও ইনভেস্টর কর্তারা। ড্রেসিংরুমে ফিরে ডোয়েন ব্রাভোর বিখ্যাত ‘চ্যাম্পিয়ন’ গানের সঙ্গে কোমর দোলান ফুটবলাররা।
আরও পড়ুন-দিনের কবিতা
ফুটবলারদের পরিবার ছিল মাঠে। স্ত্রী, সন্তানদের নিয়ে গ্যালারির অভিবাদন গ্রহণ করেন বিদেশি অ্যালেক্সিস, কোজলভরা। অধিনায়ক সামাদ তাঁর চ্যাম্পিয়নের পদক পরিয়ে দেন স্ত্রীর গলায়। মহামেডান অধিনায়ক বলছিলেন, ‘মোহনবাগান, ইস্টবেঙ্গল আইএসএল খেলছিল। মহামেডান সমর্থকদের মনে দুঃখ ছিল। আমরা ওঁদের মুখে হাসি ফোটাতে পেরেছি। এর থেকে বড় তৃপ্তি আর কী হতে পারে!’ ক্লাব ও ইনভেস্টরের তরফে চ্যাম্পিয়ন বোনাস হিসেবে মোট ৫০ লক্ষ টাকা ভাগ করে দেওয়া হল টিমের সদস্যদের মধ্যে। ইনভেস্টর কর্তা দীপক সিং বললেন, ‘আরও এক সহযোগী ইনভেস্টর আমরা আনছি। আইএসএলের বাজেট ৪০ কোটির মতো হবে। রেমসাঙ্গার সঙ্গে নতুন চুক্তি হয়েছে।’
আরও পড়ুন-নতুন বছর নতুন বই
সামাদ, স্যামুয়েলদের ট্রফি নিয়ে উৎসবের সময় গ্যালারি খাঁ-খাঁ করছিল। মাত্র শ’পাঁচেক সমর্থক তখন মাঠে। বিরতিতে দল ০-২ পিছিয়ে পড়ার পরই মাঠ ছাড়তে শুরু করেন সমর্থকদের একাংশ। তবে যাঁরা শেষ পর্যন্ত ছিলেন তাঁরাই ডিজে বাজিয়ে, আবির উড়িয়ে, আতশবাজি পুড়িয়ে মহামেডানের টিম বাসকে এগিয়ে দেন ক্লাবের উদ্দেশে। পরে সেই রোড শোয়ে যোগ দেয় সমর্থকদের বাইকবাহিনী।