বরোদা, ১৫ ফেব্রুয়ারি : ডব্লুপিএলের দ্বিতীয় দিনে আরও একটা নাটকীয় ম্যাচের সাক্ষী রইলেন ক্রিকেটপ্রেমীরা। টানটান উত্তেজনার মধ্যে শেষ বলে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল দিল্লি ক্যাপিটালস। শনিবার প্রথমে ব্যাট করে ১৯.১ ওভারে ১৬৪ রানে অল আউট হয়ে গিয়েছিল মুম্বই। ন্যাট শিভার ব্রান্ট ৫৯ বলে ৮০ রান করে অপরাজিত থাকেন। জবাবে ২০ ওভারে ৮ উইকেটে ১৬৫ রান তুলে ম্যাচ জিতে নেয় দিল্লি। শেষ বলে দরকার ছিল ২ রান। অরুন্ধতী রেড্ডি সেই কাজটা করে দলকে জয় এনে দেন।
আরও পড়ুন-পাখিদের গানে তো যন্ত্র লাগে না
প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি মুম্বইয়ের। প্রথম ওভারেই প্যাভিলিয়নে ফিরে যান হেইলি ম্যাথুজ (০)। আরেক ওপেনার যস্তিকা ভাটিয়াও ১১ করে আউট হয়ে যান। ওই পরিস্থিতি হাল ধরেন শিভার ও হরমনপ্রীত কৌর। তবে দু’জনে মিলে ৭৩ রান যোগ করার পর, আউট হয়ে যান হরমনপ্রীত। তাঁর অবদান ২২ বলে ৪২। এদিন স্মৃতি মান্ধানার পর দ্বিতীয় ভারতীয় ব্যাটার হিসাবে টি-২০ ক্রিকেটে ৮ হাজার রান সম্পূর্ণ করলেন হরমনপ্রীত। এরপর দ্রুত উইকেট হারাতে থাকে মুম্বই। যদিও শিভারের দুরন্ত ইনিংসের সুবাদে স্কোরবোর্ডে লড়াই করার মতো রান তুলেছিল মুম্বই।
রান তাড়া করতে নেমে দিল্লির শুরুটা ঝড়ের গতিতে করেছিলেন শেফালি ভার্মা। কিন্তু ১৮ বলে ৪৩ করে শেফালি আউট হতেই পরপর উইকেট হারাতে থাকে দিল্লি। ওই পরিস্থিতিতে নিকি প্রসাদ (৩৩ বলে ৩৫) ও সারা ব্রাইস (১০ বলে ২১) দলকে জয়ের কাছাকাছি পৌঁছে দিয়ে ছিলেন। বাকি কাজটা সারেন রাধা যাদব (অপরাজিত ৯) ও অরুন্ধতী (অপরাজিত ২)।