সুপার ওভারে বাজিমাত দিল্লির

রুদ্ধশ্বাস ম্যাচ জিতে আইপিএলের শীর্ষে উঠে এল দিল্লি ক্যাপিটালস। রাজস্থান রয়্যালসকে সুপার ওভারে হারালেন অক্ষর প্যাটেলরা

Must read

নয়াদিল্লি, ১৬ এপ্রিল : রুদ্ধশ্বাস ম্যাচ জিতে আইপিএলের শীর্ষে উঠে এল দিল্লি ক্যাপিটালস। রাজস্থান রয়্যালসকে সুপার ওভারে হারালেন অক্ষর প্যাটেলরা। দুই দলই স্কোরবোর্ডে ১৮৮ রান তোলায় ম্যাচ গড়িয়েছিল সুপার ওভারে। সুপার ওভারে প্রথমে ব্যাট করে দুই উইকেট হারিয়ে ১১ রান তুলেছিল রাজস্থান। জবাবে চার বলেই ১৩ রান তুলে ম্যাচ জিতে নেয় দিল্লি।

আরও পড়ুন-জিন্দলদের পাওয়ার প্ল্যান্টের শিলান্যাসে শালবনি আসতে পারেন মুখ্যমন্ত্রী, চলছে প্রস্তুতি

এর আগে নির্ধারিত ওভারে দিল্লির ইনিংসের শুরুটা হয়েছিল ঝড়ের গতিতে। তুষার দেশপাণ্ডের করা দ্বিতীয় ওভারেই ৪টি চার ও একটি ছয় মেরে ২৩ রান তোলেন অভিষেক পোড়েল। কিন্তু পরের ওভারেই তাঁর সঙ্গী জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক (৯) জোফ্রা আর্চারের শিকার হন। আগের ম্যাচে দুরন্ত হাফ সেঞ্চুরি হাঁকানো করুণ নায়ার (০) অভিষেকের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউটের শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন। কে এল রাহুল ক্রিজে এসে স্কোরবোর্ড সচল রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। তবে ৩২ বলে ৩৮ করে তিনিও আর্চারের শিকার হন। অন্যদিকে, অভিষেক ব্যক্তিগত ৪৯ রানে আউট হন । অধিনায়ক অক্ষর প্যাটেল চালিয়ে খেলে ১৪ বলে ৩৪ করে আউট হন। শেষ দিকে ট্রিস্টান স্টাবস ও আশুতোষ শর্মা দলের রানকে লড়াই করার মতো জায়গায় পৌঁছে দিয়েছিলেন। স্টাবস ১৮ বলে ৩৪ করে নট আউট থাকেন। আশুতোষের অবদান ১১ বলে অপরাজিত ১৫।
রান তাড়া করতে নেমে, স্কোরবোর্ডে দ্রুতগতিতে রান তুলছিলেন রাজস্থানের দুই ওপেনার সঞ্জু স্যামসন ও যশস্বী জয়সোয়াল। কিন্তু ১৯ বলে ৩১ রান করার পর, সঞ্জু রিটায়ার্ড হার্ট হয়ে ফিরে যান। এরপর রিয়ান পরাগ মাত্র ৮ রান করে আউট হয়ে যান। যদিও যশস্বী ও নীতীশ রানার জোড়া হাফ সেঞ্চুরির সুবাদে জয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছিল রাজস্থান। যশস্বী ৩৭ বলে ৫১ করেন। নীতীশের অবদান ২৮ বলে ৫১। জেতার জন্য শেষ ওভারে দরকার ছিল ৯ রানের। কিন্তু ৮ রানের বেশি তুলতে পারেনি রাজস্থান।

Latest article