জাতীয়

‘পুজোর মেলা’য় পটচিত্রে দিল্লির নির্ভয়া-কাণ্ড

প্রতিবেদন : চোখধাঁধানো সব পটচিত্র। সুর-তাল-লয়ে গানে গানে তার উপস্থাপনা। মন ছুঁয়ে যাওয়া বাংলার সেইসব হস্তশিল্পের বিষয়ভাবনায় পরতে পরতে চমক। সাম্প্রতিককালের নাড়া দিয়ে যাওয়া ঘটনাকেই তুলে ধরা হয়েছে এই পটচিত্রে। মাছের বিয়ে, রামায়ণ, বৃক্ষরোপণ, চণ্ডীমঙ্গলের পাশাপাশি করোনা সংক্রমণ থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলা, সুনামিও— কী নেই সেই তালিকায়। আর সবথেকে নজর কেড়েছে যে বিষয়টি তা হল— দিল্লির নির্ভয়াকাণ্ড! বাসে নির্ভয়ার উপর হামলা। চিকিৎসা করাতে তাঁকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া এবং তাঁর মৃত্যু পটচিত্র ও গানে গানে তুলে ধরা হয়েছে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ‘পুজোর মেলা’য়।
বিএনসিসিআইয়ের উদ্যোগে অভিনব এই ‘পুজোর মেলা’য় জবা চিত্রকরের স্টলে তুলে ধরা হয়েছে নির্ভয়া কাণ্ড। আঁকা পটের ছবির কাহিনি সুর ও লয়ের উপস্থাপন করছেন শিল্পী। আর তা দেখতেই ভিড় জমেছে স্টলে। পটচিত্রের সাথে সম্পর্কিত লোকগান পটুয়া সঙ্গীত বা পটের গান বলেই খ্যাত।

আরও পড়ুন-২৬৮ বছরে পড়ল কর্মকার বাড়ির পুজো

আজ রবিবার এই মেলার শেষ দিন। বাংলার ১৬টি জেলার শিল্পীদের স্টল বসেছে এখানে। পশ্চিম মেদিনীপুরের পিংলার পটচিত্রে গ্রাম থেকে শিল্পী জবা চিত্রকরের নির্ভয়াকাণ্ড। গান লিখেছেন তাঁর স্বামী মন্টু চিত্রকর। জবাদেবীর কথায়, এর আগেও সাম্প্রতিক নানা ঘটনার ওপর পটচিত্র বানিয়েছি। নির্ভয়াকাণ্ড তেমনই একটা। একটি মেয়ের উপর অত্যাচারের অবর্ণনীয় কাহিনি তুলে ধরেছেন তিনি। পটচিত্রের বিভিন্ন অংশ নির্দেশ করে ছবিগুলোর বর্ণনা দিয়ে গান গাইছিলেন জবা— ‘শোনো শোনো সর্বজন, শোনো দিয়া মন… মেয়েদের ওপর অত্যাচার চলছে এখনও… এই অপমান সইতে পারছি না।’ পটচিত্রের দিকে তাকালে গায়ে কাঁটা দিয়ে ওঠে। চিত্রপটে পাতায় পাতায় তুলে ধরা হয়েছে দিল্লির নির্ভয়া কাণ্ডের নৃশংস ঘটনাকে। এভাবেই ছবি ও গানে প্রতিবাদ ফুটিয়ে তুলেছেন শিল্পী জবা চিত্রকর। তুলির টানে তুলে ধরেছেন নারী শক্তিকে। জবা আরও বলেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেয়েদের এগিয়ে দিয়েছেন। আমাদের মতো শিল্পীদের কথা ভেবেছেন। আজ মুখ্যমন্ত্রীর জন্যই আমরা বিভিন্ন মেলায় নিজেদের শিল্পপ্রদর্শনের সুযোগ পাচ্ছি। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ। বাড়ির কাজ শেষ করে যখন পটচিত্র আঁকতে বসেন তখন এসব কথায় তাঁকে ভাবায়।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

1 hour ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

2 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

2 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

2 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

2 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

2 hours ago