সীমানায় পুনর্বিন্যাস কলকাতার পাঁচটি থানার, আজ থেকে কার্যকর

থানার কর্মক্ষমতা ও এলাকার পরিমাণের মধ্যে ভারসাম্য না থাকলে সমস্যা হতেই পারে এবং এর প্রভাব পড়তে পারে আইন-শৃঙ্খলায় ।

Must read

শহরজুড়ে নতুন করে নিজেদের পরিধি পরিবর্তন করল কলকাতা পুলিশ (Kolkata Police)। কোন থানার গুরুত্ব বাড়ল, কার আবার কমল নজর এখন সেই দিকেই। এবার শুক্রবার শহরের থানার সীমানায় বদল এনেছে লালবাজার। সব থানার জন্য নয়, শুধুমাত্র পাঁচটি থানাতেই ‘সীমানা-বদল’ করা হল। এই মুহূর্তে শহরজুড়ে মোট ৯১টি থানা রয়েছে। পাঁচটি থানার সীমানায় পুনর্বিন্যাস করলেন নগরপাল মনোজ ভর্মা। আজ, শনিবার থেকে কার্যকর হতে চলেছে এই পরিবর্তন। কলকাতা পুলিশ সূত্রে খবর, এই পাঁচটি থানা হল আলিপুর, পার্ক স্ট্রিট, ওয়াটগঞ্জ, নিউ মার্কেট ও একবালপুর।

আরও পড়ুন-‘আইনশৃঙ্খলার বিষয়টিকে সাম্প্রদায়িক করে তোলার প্রচেষ্টা দুঃখজনক’, চকেরপাড়া বারোয়ারির বিরুদ্ধে একাধিক ধারায় মামলা পুলিশের

নয়া নির্দেশিকা অনুযায়ী গুরুত্ব বাড়ল আলিপুর ও পার্ক স্ট্রিট থানার, বাড়ানো হয়েছে তাদের সীমানাও। বাকি তিনটি থানা নিউ মার্কেট, ওয়াটগঞ্জ এবং একবালপুর থানার গন্ডি কমিয়ে দেওয়া হয়েছে। শনিবার কলকাতার সংশ্লিষ্ট পাঁচটি থানার সীমানা পুনর্বিন্যাস সংক্রান্ত নয়া নির্দেশিকা কার্যকর হওয়ার পর ওয়াটগঞ্জ এবং একবালপুর থানার অন্তর্গত বেশ কয়েকটি এলাকা আলিপুর থানার অধীনে চলে গিয়েছে। নিউ মার্কেটের বেশ কিছুটা অংশ গেল পার্ক স্ট্রিট থানার অধীনে। কিন্তু নতুন মাসে এই সীমানা পুনর্বিন্যাসের কারণ নিয়ে প্রশ্ন উঠছে নানা মহলে। ওয়াটগঞ্জ এবং একবালপুর যথেষ্ট সংবেদনশীল এলাকা। সেই থানার কিছু অংশকে কেন আলিপুরের ঝুলিতে দেওয়া হল সেই উত্তর পাওয়া যায় নি।

আরও পড়ুন-‘শুভ জন্মদিন ভাই…’, শাহরুখ খানকে জন্মদিনে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

প্রসঙ্গত, যেকোন থানার সীমানা বিন্যাসের উপরেই নির্ভর করে তার ক্ষমতা। যে থানার অধীনে যত বেশি এলাকা সেই থানার দায়িত্ব তত বেশি। থানার কর্মক্ষমতা ও এলাকার পরিমাণের মধ্যে ভারসাম্য না থাকলে সমস্যা হতেই পারে এবং এর প্রভাব পড়তে পারে আইন-শৃঙ্খলায় ।

Latest article