লাগেজ স্পেশাল

Must read

বিমানবন্দরের প্রতিদিনই জমছিল একের পর এক ব্যাগ। জমতে জমতে ব্যাগের পাহাড় হয়েছিল হিথরো বিমানবন্দরে। সেই ব্যাগ (1000 Lost Bags) ফিরিয়ে দিতে ব্রিটেন থেকে আমেরিকা পাড়ি দিল একটি বিমান। বিমানে ছিল এক হাজারেরও বেশি লাগেজ চাঞ্চল্যকর এই খবরটি জানিয়েছে সিএনএন। সংবাদ সংস্থা জানিয়েছে, সম্প্রতি লন্ডনের হিথরো বিমানবন্দরে আচমকাই কর্মীরা কাজ বন্ধ করে দেয়। ফলে বিমানে লাগেজ তোলার মতো লোক ছিল না। বিপাকে পড়া যাত্রীরা লাগেজ ছাড়াই তাঁদের গন্তব্যে উড়ে যান। একের পর এক ব্যাগ জমতে থাকে হিথরো বিমানবন্দরে। পরিস্থিতি সামাল দিতে বিমানবন্দর কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয়, শুধুমাত্র লাগেজ (1000 Lost Bags) পৌঁছে দেওয়ার জন্য একটি বিশেষ বিমান চালানো হবে। এরপরই ডেল্টা এয়ারলাইন্সের বিমান ৯৮৮৮ হিথরো বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ লাগেজ নিয়ে আমেরিকার ডেট্রয়েট বিমানবন্দরের উদ্দেশো পাড়ি দেয়।

আরও পড়ুন: দাবানলে পুড়ছে স্পেন, পর্তুগাল, ফ্রান্স

Latest article