প্রতিবেদন : তিস্তা জলচুক্তি পুনর্নবীকরণ নিয়ে রাজ্যের সঙ্গে আলোচনার দাবি জানিয়ে বিধানসভায় (Bidhansabha) আনা হল প্রস্তাব। শুক্রবার পরিষদীয়মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় উত্তরবঙ্গ— বিশেষ করে ডুয়ার্স বাঁচাতে ইন্দো-ভুটান যৌথ নদী কমিশন তৈরি করার জন্য কেন্দ্রের কাছে আবেদন জানান। তিনি বলেন, রায়ডাক,সঙ্কোশ, কালচিনি প্রভৃতি একাধিক নদী ভুটান থেকে আসে। এই সব নদীর জল বেড়ে হরপা বানে উত্তরবঙ্গ বারবার বিধ্বস্ত হচ্ছে। চা-বাগান, কৃষি-জমি, বনাঞ্চলের পাশাপাশি সাধারণ জনজীবনও ব্যাহত হচ্ছে।
আরও পড়ুন-কেন্দ্রের বঞ্চনা অব্যাহত, হুঁশিয়ারি মন্ত্রী শশী পাঁজার, বরাদ্দ কমল আইসিডিএস প্রকল্পে
আলোচনায় অংশ নিয়ে রাজ্যের জলসম্পদ মন্ত্রী মানস ভুঁইয়া বলেন, উত্তরবঙ্গের এই সমস্যা নিয়ে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার উদাসীন। চলতি বছরের বাজেটে অন্যান্য একাধিক রাজ্যকে অর্থ সাহায্য করা হলেও এ রাজ্যের গঙ্গা-পদ্মা ভাঙ্গন রুখতে এক পয়সা দেওয়া হয়নি। তিস্তা চুক্তি বা ফারাক্কার জল বন্টন প্রশ্নে দুটি প্রতিবেশী দেশ ভুটান এবং বাংলাদেশ যুক্ত রয়েছে। প্রতিবেশী রাজ্য সিকিমেরও ভূমিকা রয়েছে। তাই এ ধরনের আন্তর্জাতিক বিষয় নিয়ে কেন বিধানসভার আলোচনা, তা নিয়ে বিজেপি প্রশ্ন তুললে, তার যোগ্য জবাব দেন জলসম্পদমন্ত্রী। বিধানসভায় পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, এদিনই শেষনয়, তিস্তা চুক্তি বা ফারাক্কার জল বন্টন নিয়ে আগামী সোমবার পুনরায় আলোচনা হবে। ইন্দো-ভুটান যৌথ নদী কমিশন তৈরির এই প্রস্তাবের ওপর আলোচনা হবে।